promotional_ad

সৌম্যর হাফ সেঞ্চুরির পর মুশফিক-অপুর বোলিংয়ে মোহামেডানের জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাইমের ফেরা ও সৌম্যের না থাকা নিয়ে যা বললেন লিপু

২৩ জুন ২৫
নাইম শেখ ও সৌম্য সরকার, ফাইল ফটো

ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছিলো না সৌম্য সরকারের। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৪১ রানের ইনিংস খেললেও ঠিকঠাক রান পাচ্ছিলেন না তিনি। অবশেষে অগ্রণী ব্যাংকের বিপক্ষে পঞ্চাশ পেরোনো ইনিংস খেলেছেন বাঁহাতি এই ব্যাটার। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে মোহামেডানের হাল ধরেছিলেন সৌম্য।


বাঁহাতি এই ওপেনারের ৫৬ রানের ইনিংসে ২২০ রানের পুঁজি পায় মোহামেডান। অল্প পুঁজি নিয়ে দলকে জিতিয়েছেন নাজমুল অপু ও মুশফিক হাসানরা। তাদের দুজনের দারুণ বোলিংয়ে ৩৯ রানের জয় পেয়েছে মোহামেডান। ডিপিএলের এবারের আসরে যা তাদের দ্বিতীয় জয়।


promotional_ad

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর গ্রাউন্ডে জয়ের জন্য ২২১ রান তাড়া করতে নেমে দুঃস্বপ্নের মতো শুরু করে অগ্রণী ব্যাংক। নাজমুল অপুর করা ইনিংসের তৃতীয় বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আজমির আহমেদ। পরের বলে একইভাবে আউট হয়েছেন তিনে নামা সোহানুর রহমান।


প্রথম ওভারে ২ উইকেট হারানোর পর অগ্রণী ব্যাংক টেনে তোলার চেষ্টা করেন মোহাম্মদ ইলিয়াস ও জাহিদ জাভেদ। লম্বা সময় টিকে থাকলেও প্রত্যাশিত রান তুলতে পারেননি তারা। ইলিয়াস ও জাহিদের জুটি ভাঙেন শুভাগত হোম। ডানহাতি এই অফ স্পিনারের বলে বোল্ড হয়ে ফেরেন ১৪ রান করা ইলিয়াস।


সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি জাহিদও। শুভাগত হোমের বলে মিড উইকেটে দাঁড়িয়ে ইমরুল কায়েস দারুণ এক ক্যাচ নিলে জাহিদ প্যাভিলিয়নে হাঁটেন ১৬ রান করে। মার্শাল আইয়ুবকে ইনিংস বড় করতে দেননি মুশফিক।


অগ্রণী ব্যাংকের অধিনায়ক আউট হওয়ার পর দলকে পথ দেখানোর চেষ্টা করেছেন আজিম নাজির কাজি এবং শামসুল ইসলাম। আজিম কাজি ৩৮ আর শামসুল ৪৬ রান করে ফিরলে ধুলিসাৎ হয় অগ্রণী ব্যাংকের জয়ের স্বপ্ন। শেষ পর্যন্ত তারা থামে ১৮১ রানে। মোহামেডানের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন নাজমুল অপু ও মুশফিক।


এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২০ রান তোলে মোহামেডান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন সৌম্য। এ ছাড়া শুভাগত হোম ২৯, জ্যাক লিনটট ২৫ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ২৩ রান করেছেন। অগ্রণী ব্যাংকের হয়ে আরাফাত সানি তিনটি উইকেট নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball