promotional_ad

হেরেই চলেছে ঢাকা লেপার্ডস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডিপিএল শেষে মুখ খুললেন হৃদয়

২৯ এপ্রিল ২৫
তামিম ইকবালের সঙ্গে তাওহীদ হৃদয়, ক্রিকফ্রেঞ্জি

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) হেরেই চলেছে নবাগত দল ঢাকা লেপার্ডস। বুধবার তারা ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে তারা। এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ১৯৮ রানে অল আউট হয়েছিল লেপার্ডস। জবাবে ২৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় ব্রাদার্স।


এ নিয়ে এবারের আসরে ষষ্ঠ ম্যাচে হারলো লেপার্ডস। ৭ ম্যাচ খেলা দলটির একটি ম্যাচ হয়েছে বৃষ্টির কারণে পরিত্যক্ত। এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে লেপার্ডস। তারা দলীয় ১৫ রানের মধ্যেই তিন উইকেট হারায়।


promotional_ad

জসিম উদ্দিন আউট হন রানের খাতা খোলার আগেই। জুনায়েদ সিদ্দিকীর ব্যাট থেকে আসে মাত্র ৩ রান। ওপেনার পিনাক ঘোষ ফেরেন ১২ রান করে। এরপর রকিবুল হাসান ৫৩ বলে ৩১ রানের ইনিংস খেলে লেপার্ডসের ইনিংস টেনেছেন। ১৮ রান এসেছে জাকিরুল আহমেদ জেমের ব্যাট থেকে।


শেষদিকে আরিফুল জনির ৩০, আল ইমরানের ২৫ ও সোহরাওয়ার্দী শুভর ৪৫ রানে লড়াইয়ের পুঁজি পায় লেপার্ডস। ব্রাদার্সের হয়ে একাই তিন উইকেট নিয়েছেন আরাফাত সানি জুনিয়র। ২টি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান, সাদ নাসিম ও রাহাতুল ফেরদৌস।


নাগালে লক্ষ্য পেয়েও ব্রাদার্সকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার। ১২ রান করে শুরুতেই ফেরেন মিজানুর রহমান। সঙ্গী হারালেও সাব্বির হোসেনকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন তানজিদ হাসান তামিম। সাব্বির ১৯ রান করে আউট হন। তামিম ৬৭ বলে ৭১ রান করে আউট হন।


আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়া আনিসুল এদিন আউট হয়েছেন ১ রান করে। যদিও মাইশুকুর রহমানের ৮৪ বলে অপরাজিত ৫১ ও আরাফাত সানি জুনিয়রের ৪৬ বলে ২৩ রানে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স। সাদ নাসিম শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮ রান করে। 


লেপার্ডসের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সালাউদ্দিন শাকিল ও মইন খান, একটি উইকেট গেছে সোহরাওয়ার্দী শুভর ঝুলিতে। ৭ ম্যাচে এ নিয়ে মাত্র দ্বিতীয় জয়ের মুখ দেখল ব্রাদার্স। বাকি পাঁচ ম্যাচেই হেরেছে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball