উইলিয়ামসনের বিদায়ে আইপিএলে প্রথমবারের মতো শানাকা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গুজরাটে ফিলিপসের বদলি শ্রীলঙ্কার শানাকা
১৮ এপ্রিল ২৫
হাঁটুর চোটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেছেন কেন উইলিয়ামসন। আর তার জায়গায় শ্রীলঙ্কার হার্ড-হিটার ব্যাটার দাসুন শানাকাকে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স। আইপিএলের ওয়েবসাইট থেকে জানা গেছে, ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে শানাকাকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রথমবারের মতো আইপিএল খেলার হাতছানি শানাকার সামনে। গত জানুয়ারিতে ভারত সফরে অসাধারণ খেলেছিলেন এই শ্রীলঙ্কান। পেস বোলিং এই অলরাউন্ডার টি-টোয়েন্টি সিরিজের ৩ ম্যাচে ১৮৭ স্ট্রাইক রেটে করেন ১২৪ রান।

এ ছাড়া সেই সফরের ওয়ানডে সিরিজে একটি সেঞ্চুরিও করেন ৩১ বছর বয়সী শানাকা। ভারতের বিপক্ষে সিরিজটি ছাড়াও টি-টোয়েন্টিতে দারুণ সফল দেশটির অধিনায়ক। ১২১.৩৪ স্ট্রাইক রেটে পাঁচটি হাফ সেঞ্চুরিসহ এই ফরম্যাটে এক হাজার ৩৩৬ রান করেছেন তিনি।
‘মুস্তাফিজ আইপিএলে খেলে, তার অভিজ্ঞতা অনেক’
১১ ঘন্টা আগে
আইপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট পান নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন। চেন্নাইয়ের ব্যাটিং ইনিংসের ১৩তম ওভারের সময় সীমানার কাছে দাঁড়িয়ে ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন তিনি।
সেসময় জশুয়া লিটলের কোমর বরাবর শর্ট লেংথ ডেলিভারিতে উড়িয়ে মেরেছিলেন চেন্নাইয়ের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। সীমানায় দাঁড়িয়ে বেশ খানিকটা লাফিয়ে উঠে ছক্কা বাঁচানোর চেষ্টা করেছিলেন উইলিয়ামসন।
প্রথম দফায় ক্যাচ লুফে নিলেও পরে সেটা ছেড়ে দিয়ে সীমানার ওপারে গিয়ে পড়েন তিনি। যার ফলে চার হলেও দুটি রান সেভ হয় গুজরাটের। বল ছেড়ে দেয়ার পর খানিকটা বাজেভাবে পড়েছিলেন কিউই এই ক্রিকেটার। পুরো শরীরের ভর হাঁটুর ওপর পড়ায় ততক্ষণাৎ ব্যথা পান উইলিয়ামসন।
আইপিএলের গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব দেয়া এই ব্যাটারকে খানিকটা সেবা শুশ্রুষা করা হলেও চোট নিয়ে মাঠের বাইরে যেতে হয় তাকে। পরে হাসপাতালে নেয়ার পর জানা যায়, ইনজুরি সারতে দুই মাসেরও বেশি সময় লাগবে তার।