promotional_ad

ব্যাটে-বলে শেখ জামালকে জেতালেন পারভেজ রসূল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৪৬ রান করা তৌহিদ হৃদয়ের বিদায়ে ১২৫ রানে ৫ উইকেট হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে সেখানে থেকে বর্তমান চ্যাম্পিয়নদের টেনেছেন পারভেজ রসূল ও জিয়াউর রহমান। ব্যাট হাতে ৪৪ বলে ৪৮ রানের ইনিংস খেলার পর বোলিংয়েও দাপট দেখিয়েছেন পারভেজ। মাত্র ৩০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। পারভেজের অলরাউন্ড নৈপূণ্যে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৩১ রানের জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।


ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জয়ের জন্য ২৫২ রান তাড়ায় চতুর্থ ওভারেই উইকেট হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। আরিফ আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ১৩ বলে ৫ রান করা মাহমুদুল হাসান। পাওয়ার প্লেতে অবশ্য আর কোনো উইকেট হারায়নি তারা। যেখানে গাজী গ্রুপ ক্রিকেটার্স ১ উইকেট হারিয়ে ৬২ রান তোলে।


promotional_ad

দলটির রান তোলার গতি সচল রাখেন হাবিবুর রহমান সোহান। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরিও তুলে নেন তরুণ এই ব্যাটার। হাবিবুরের ব্যাটিং ঝড় থামান পারভেজ। ডানহাতি এই অফ স্পিনারের বলে ওয়াইড লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সৈকত আলীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৪১ বলে ৫৫ রান করা হাবিবুর।


থিতু হলেও ব্যাট হাতে দ্রুত রান তুলতে পারেননি ফরহাদ হোসেন। পারভেজের বল কাউ কর্নার দিয়ে উড়িয়ে মারতে গিয়ে আউট হন তিনি। সীমানায় দাঁড়িয়ে ফজলে মাহমুদ রাব্বি দারুণভাবে ক্যাচ লুফে নিলে সাজঘরে ফিরতে হয় ৪৩ বলে ২১ রান করা ফরহাদ। দারুণ ছন্দে থাকা রবি তেজাকেও আউট করেছেন পারভেজ।


ভারতের এই ক্রিকেটার ২২ রান করে বিদায় নিয়েছেন লং অফে মারাজ মাহবুব নিলয়কে ক্যাচ দিয়ে। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আকবর আলী। গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক আউট হয়েছেন ৩ রান করে। শেষ দিকে এনামুলের ৪৪ ও সুমন খানের ২১ রানে হারের ব্যবধান কমিয়েছে তারা।


এর আগে টস জিতে ব্যাটিং করে ৮ উইকেটে ২৫১ রান তোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে পারভেজ ৪৮, হৃদয় ৪৬, জিয়াউর ৪৫, তাইবুর রহমান ৩৭ এবং ফজলে রাব্বি ৩২ রান করেছেন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে হাবিব মেহেদি তিনটি, নিহাদ উজ জামান ও সুমন নেন দুটি করে উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball