বিজয়ের টানা দ্বিতীয় সেঞ্চুরি, আবাহনীরের সাতে সাত

ছবি: ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে তুখোড় ফর্মে রয়েছেন এনামুল হক বিজয়। মৌসুমের শুরু থেকেই রানের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে তিনি এবারের আসরের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। আর তাতেই আবাহনী লিমিটেড টানা সপ্তম জয় তুলে নিয়েছে।
আবাহনীর করা ৬ উইকেটে ৩৩৬ রানের জবাবে প্রাইম ব্যাংকের ইনিংস থেমেছে মাত্র ১৯৫ রানে। প্রাইম ব্যাংকের ব্যাটিং লাইন আপে সবচেয়ে বড় ধস নামিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। তিনি একাই নিয়েছেন ৪ উইকেট। ৮ ওভার বোলিং করে তিনি খরচা করেছেন মাত্র ৩৮ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে বেশ ভালোই শুরু করেছিলেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার শাহাদাত দিপু ও বিশাল চৌধুরী। বিশাল ১৬ বলে ১১ রান করে আউট হয়েছিলেন এরপর দিপু ২৫ রান করে ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রাইম ব্যাংক। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা।
মাঝে ৪৮ বলে ৪৫ রানের ইনিংস খেলে প্রাইম ব্যাংকের কিছুটা আশা বাঁচিয়ে রেখেছিলেন ইয়াসির আলী রাব্বি। যদিও তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান এসেছে নাসির হোসেনের ব্যাট থেকে। অবশ্য তাদের এই রান যথেষ্ঠ ছিল না তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন বিজয় ও নাইম শেখ। সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়েছেন দুজনই। তারা মিলেই আবাহনীর স্কোরবোর্ডে তোলেন ১৮৩ রান। সেঞ্চুরি পেতে পারতেন নাইম। শেষ পর্যন্ত ১০২ বলে ৯৪ রান করে ফিরেছেন তিনি।
নাইম ফিরে গেলেও বিজয় ১৩টি চার ও পাঁচটি ছক্কায় ১৫৩ রান করে আউট হন। হাফ সেঞ্চুরি পেয়েছেন আফিফ হোসেন ধ্রুবও। তিনি ৪৭ বলে করেছেন ৫৩ রান। এরপর দ্রুত বেশ কয়েকটি উইকেট হারালেও ৩৩৬ রানের বড় পুঁজি পেতে বেগ পেতে হয়নি আবাহনীর। প্রাইম ব্যাংকের হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন করিম জানাত। ২টি উইকেট গেছে রুবেল হোসেনের ঝুলিতে।