নতুন ব্যাটিং পজিশন উপভোগ করছেন নির্ভার মুশফিক

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
র্যাঙ্কিংয়ে তাইজুলের উন্নতি, পেছালেন শান্ত-মুশফিক
২ জুলাই ২৫
২৬ বলে ৪৪ রান, সিরিজের প্রথম ওয়ানডেতে ১৬৯.২৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন মুশফিক। পরের ম্যাচে স্ট্রাইক রেট সেটাকে ছাড়াতে না পারলেও মাত্র ৬০ বলে বাংলাদেশের হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। দুটি ম্যাচেই ছয়ে ব্যাটিং করতে দেখা গেছে মুশফিক। ৮টি ভিন্ন পজিশনে ব্যাটিং করা মুশফিক সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন চার নম্বরে।
দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ ইনিংস ব্যাটিং করেছেন ছয় নম্বরে। সেখানেও বেশ সফল মুশফিক। ৩৫.৫৬ গড়ে ১ হাজার ৪৫৮ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। বিশ্বকাপেও একই পজিশনে ব্যাটিং করতে দেখা যেতে পারে। ছয়ে ব্যাটিং করলেও সেটা উপভোগ করছেন মুশফিক। ব্রডকাস্টারদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন তিনি।
মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, ছয় নম্বরে ব্যাটিং করাটা আমার জন্য ভালো সুযোগ ছিল। আমার যদি মনে থাকে তাহলে আগেও আমি এটা করেছি। তারপরও আমার মনে হয় শুরুর দিকে উইকেট খানিকটা ভেজা ছিল। কিন্তু আমাদের ওপেনার, তিন কিংবা চারে যারা খেলেছে তারা দারুণ ব্যাটিং করেছে। এমন উইকেটে ব্যাটিং করাটা আমি উপভোগ করেছি। কারণ ব্যাটিং করার জন্য বেশ ভালো উইকেট ছিল। আমি শুধু আমার দক্ষতা কাজে লাগিয়েছি।’

অভিষেকে ৮ রানের জন্য সেঞ্চুরি আক্ষেপে পুড়তে হলেও ৯২ রানের ইনিংস খেলে নিজের ছাপ রেখেছিলেন তাওহিদ হৃদয়। এমন ম্যাচে হৃদয়ের সঙ্গে জুটিতে মুশফিক খেলেছিলেন ২৬ বলে ৪৪ রানের ইনিংস। পরের ম্যাচে হৃদয়ের সঙ্গে রঙ ছড়ালেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। শুরুর দিকে লিটন-শান্তরা ভিত গড়ে দেয়ায় খানিকটা স্বস্তিতে ব্যাটিং করেছেন ৩৩ ওভারের সময় ব্যাটিংয়ে আসা মুশফিক। অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার যখন ব্যাটিংয়ে আসেন তখনকার পরিস্থিতিটাই যেন এমন ছিল ‘গো ফর শট’।
বাংলাদেশকে ভুগিয়ে আইসিসির মাস সেরার দৌড়ে নিশাঙ্কা
২ ঘন্টা আগে
বাহারি সব শটের পসরা সাজিয়ে মুশফিকও সেটাই করেছেন। টিভিতে কিংবা মাঠে বসে যারা মুশফিকের ইনিংস দেখেছেন তারা নিশ্চিতভাবেই বলতে পারবেন কতটা চোখে লেগে থাকার মতো ইনিংস ছিল সেটি। দুই ম্যাচে একেবারে স্বস্তি নিয়ে ব্যাটিং করতে দেখা গেছে তাকে। মুশফিক বলছেন, হৃদয়-শান্তদের ব্যাটিং নির্ভার থেকে শুরু থেকেই আক্রমণাত্বক খেলার সুযোগ করে দিচ্ছে অভিজ্ঞ এই ব্যাটারকে।
মুশফিক বলেন, ‘সিনিয়র ক্রিকেটার হিসেবে অবশ্যই এটা আমাদের আত্মবিশ্বাস যোগায়। কারণ যখন হৃদয়, শান্তর মতো তরুণরা যখন রান করে তখন প্রথম বলে গিয়েই মারার সুযোগ করে দেয়। এটা আমাদের জন্য স্বস্তিদায়ক। আমাদের আসলে কোনো চাপ নেই। আমরা শুধু যাই আর নিজেদের প্রকাশ করি।’
সিরিজের প্রথম ওয়ানডেতে ১৬৯.২৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন মুশফিক। পরের ম্যাচে স্ট্রাইক রেট সেটাকে ছাড়াতে না পারলেও মাত্র ৬০ বলে বাংলাদেশের হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। দুটি ম্যাচেই বেশিরভাগ সময় তার পার্টনার ছিলেন হৃদয়।
নিজের স্ট্রাইক রেট ও তরুণ এই ব্যাটারের সঙ্গে ব্যাটিং করা নিয়ে অভিজ্ঞ এই ব্যাটার বলেন, ‘অবশ্যই, আপনি যখন ওইরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করবেন এবং অপরপ্রান্তে একজন তরুণ থাকবে তখন সেটা উপভোগ্য। আশা করি আমি এটা বয়ে নিতে পারবো।’
ইংল্যান্ড সিরিজের আগে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন চান্দিকা হাথুরুসিংহে। দ্বিতীয় দফায় বাংলাদেশে আসা হাথুরুসিংহের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্কটা বেশ ভালো বলে জানান মুশফিক। এদিকে পুরো বছর নিজেদের মোমেন্টাম ক্যারি করতে চায় বাংলাদেশ। সেই সঙ্গে ভালো একটা দল নিয়ে বাংলাদেশ বিশ্বকাপে যাবে বলে মনে করেন মুশফিক।
তিনি বলেন, ‘হ্যাঁ, এখন পর্যন্ত বেশ ভালো। নতুন কোচ এসেছে, তার সঙ্গে আমাদের বন্ডিংটা ভালো। আশা করি আমরা পুরো বছর এই মোমেন্টাম ক্যারি করতে পারবো। আমার মনে হয় ভালো একটা দল নিয়েই বিশ্বকাপে যাবো।’