promotional_ad

মার্শালের সেঞ্চুরি, ইলিয়াসের পাঁচ উইকেটে অগ্রণী ব্যাংকের বড় জয়

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আমিনুলের অলরাউন্ড নৈপুণ্যে গাজী গ্রুপের বড় জয়

২৯ এপ্রিল ২৫
গাজী গ্রুপের ক্রিকেটাররা, ক্রিকফ্রেঞ্জি

বিকেএসপি'র ৩ নম্বর মাঠে মার্শাল আইয়ুবের সেঞ্চুরি এবং ইলিয়াস সানির পাঁচ উইকেটে প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে ঢাকা লেপার্ডসকে উড়িয়ে দিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। জুনায়েদ সিদ্দিকীর দলকে ১১০ রানে হারিয়েছে মার্শালের দল।


টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৫৮ তোলে অগ্রণী ব্যাংক। যদিও শুরুটা ভালো হয়নি তাদের। মাত্র ২০ রানের মধ্যেই ওপেনার আজমির আহমেদের উইকেট হারায় দলটি।


সালাউদ্দিন শাকিলের করা গুড লেংথের বলটি আজমিরের ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক সাব্বির হোসেনের মুঠোয় ধরা পড়ে। ১৪ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরান তিনি।


দলীয় ৪৪ রানের মধ্যে ফিরে যান মোহাম্মদ ফাহিমও। ১৯ বলে ১৭ রান করে চতুরাঙ্গা ডি সিলভার বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। তারপর ১০১ রানের জুটি গড়েন সাদমান ইসলাম এবং মার্শাল।


promotional_ad

এই জুটিতে হাফ সেঞ্চুরি পূরণ করেন সাদমান। এই জুটি ভাঙেন মোহাম্মদ সোহেল রানা। ১০৪ বলে ৭৩ রান করা সাদমানকে বোল্ড করে বিদায় করেন তিনি। তারপর অধিনায়ক মার্শালের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন আজিম কাজি???


তাকেও বিদায় করেন চতুরাঙ্গা। এই লঙ্কানকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে পিনাক ঘোষের মুঠোবন্দী হন কাজি। বাকি সময়টা একাই লড়ে যান মার্শাল। সেঞ্চুরি পূরণ করে সালাউদ্দিনের বলে ফিরে গেছেন তিনি।


১০৮ বলে খেলা ১০০ রানের এই ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কার মার। লেপার্ডসের বোলারদের মধ্যে ৪৫ রান খরচায় তিন উইকেট নেন সালাউদ্দিন। দুটি করে উইকেট নেন সোহেল এবং চতুরাঙ্গা।


লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬.৩ ওভারে মাত্র ১৩৭ রানে অলআউট হয় লেপার্ডস। ইলিয়াসের অসাধারণ বোলিংয়ে এ দিন দাঁড়াতেই পারেনি দলটি। দশ ওভারে মাত্র ৩৪ রান খরচায় পাঁচ উইকেট নেন এই স্পিনার।


আরেক স্পিনার আরাফাত সানি ২৫ রান খরচায় নেন দুই উইকেট। এ ছাড়া একটি করে উইকেট নেন আবু হায়দার রনি এবং মোহাম্মদ শরিফুল্লাহ।


লেপার্ডসের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩১ রান আসে মইন খানের ব্যাটে। এ ছাড়া মোহাম্মদ সাব্বির করেন ৩৬ বলে ২১ রান। এ ছাড়া এই ইনিংস উল্লেখ করার মতো সংগ্রহ করতে পারেননি কেউই।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball