বাভুমার ১৭১, রানের পাহাড় গড়ছে প্রোটিয়ারা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘মুল্ডারময়’ দিনে চূড়ায় প্রোটিয়ারা, ইনিংস হারের পথে জিম্বাবুয়ে
৩ ঘন্টা আগে
জোহানেসবার্গ টেস্টে তিনদিনেই রানের পাহাড় গড়েছে সাউথ আফ্রিকা। প্রথম ইনিংসে ৩২০ রানের পর ওয়েস্ট ইন্ডিজকে ২৫১ রানে গুটিয়ে দিয়েছিল প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসেও তারা দারুণ ব্যাটিং করছে। তারা তৃতীয় দিন শেষ করেছে ৭ উইকেটে ২৮৭ রান নিয়ে।
এরই মধ্যে সাউথ আফ্রিকার লিড দাঁড়িয়েছে ৩৫৬ রানে। সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি অপরাজিত আছেন ২৭৫ বলে ১৭১ রানের ইনিংস খেলে। চতুর্থ দিনে ব্যাটিংয়ের এই ধাঁর ধরে রাখতে পারলে পেতে পারেন ডাবল সেঞ্চুরিও।

তার সঙ্গী হিসেবে আছেন কেশভ মহারাজ। তিনি ৩ রান করে অপরাজিত আছেন। আগেরদিন বিনা উইকেটে ৪ রান নিয়ে দিন শেষ করেছিল সাউথ আফ্রিকা। এইডেন মার্করাম ১ ও ডিন এলগার ৩ রান করে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনে শুরুতেই এলগারের উইকেট হারিয়েছে প্রোটিয়ারা।
স্টার্ক-হ্যাজেলউডের দাপুটে বোলিংয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
৭ জুলাই ২৫
এই ওপেনার মাত্র ৫ রান করে আউট হয়েছেন। টনি ডি জর্জি আউট হয়েছেন এক রান করে। মাত্র ৮ রানে ২ উইকেট হারানোর পর অনেকেই সাউথ আফ্রিকার সামনে শঙ্কা দেখেছিলেন। এই শঙ্কা আরও ঘনীভূত হয়েছিল দলীয় ৩২ রানে মার্করাম (১৮) ফিরে গেলে।
এরপর রায়ান রিকেলটনও (১০) বেশিক্ষণ টিকতে পারেননি। তখন থেকেই একপ্রান্ত আগলে রেখে খেলেছেন বাভুমা। হ্যানরিক ক্লাসেন আউট হন ১৪ রানে। ষষ্ঠ উইকেটে উইয়ান মুল্ডারকে নিয়ে ১০৩ রানের জুটি গড়ে সাউথ আফ্রিকার লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেছেন বাভুমা।
মুল্ডারকে নিয়েই ১৯২ বলে তিন অঙ্কে পৌঁছান প্রোটিয়া অধিনায়ক। শতরানের জুটির পর মুল্ডার আউট হয়েছেন৪২ রান করে। এরপর আবারও চাপে পড়ে প্রোটিয়ারা। লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে ব্যক্তিগত দেড়শোতে পৌঁছাতে বাভুমার লেগেছে ২৫৪ বল।
সাইমন হার্মার তাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন। কিন্তু জেসন হোল্ডারের বলে ১৯ রান করে তিনি ফিরে গেলে অল আউট হওয়ার শঙ্কা জাগে। অবশ্য শেষ পর্যন্ত মহারাজকে নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে আসেন বাভুমা।