promotional_ad

সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন ডু প্লেসি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দিল্লির সহ-অধিনায়কের দায়িত্বে ডু প্লেসি

১৭ মার্চ ২৫
বেঙ্গালুরুর জার্সিতে ফাফ ডু প্লেসি

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন ফাফ ডু প্লেসি। সাউথ আফ্রিকার সাদা বলের কোচ রব ওয়াল্টারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো প্রকাশ করেছে এমনই খবর।


২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই দলে ফিরতে পারেন ডু প্লেসি। আগামী এপ্রিলে নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করতে চায় ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ)।


promotional_ad

তিন ফরম্যাটে আলাদা ক্রিকেটার রাখতে চায় তারা। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে থাকা ক্রিকেটারদের শুধুমাত্র টি-টোয়েন্টি দলে রাখার পরিকল্পনা করছে তারা। এই পরিকল্পনার অংশ হিসেবেই ৩৮ বছর বয়সী ডু প্লেসি ফিরতে পারেন টি-টোয়েন্টি দলে।


আরো পড়ুন

‘মুল্ডারময়’ দিনে চূড়ায় প্রোটিয়ারা, ইনিংস হারের পথে জিম্বাবুয়ে

৩ ঘন্টা আগে
৩৬৭ রানে অপরাজিত ছিলেন উইয়ান মুল্ডার, ফাইল ফটো

সিএসএ'র ক্রিকেট ডিরেক্টর এনোচ এনকেউই ক্রিকইনফোকে বলেন, ‘আমরা সবসময় আমাদের ফ্রিল্যান্স খেলোয়াড়দের সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত রয়েছি এবং রব সেই আলোচনাগুলি আবার শুরু করতে খুব আগ্রহী। চুক্তির পরিপ্রেক্ষিতে, আমরা এবং সাকা (সাউথ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন) সেই দিকটিতে নিযুক্ত হয়েছি যাতে আমরা সক্রিয় থাকতে পারি, কারণ বাস্তবতা হল আমাদের ক্রিকেটে সামনে অনেক কিছু বিকশিত হচ্ছে।’


তিনি আরও বলেন, ‘সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। অনেক খেলোয়াড় এখনও তিনটি ফরম্যাটে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু আমাদের কিছু খেলোয়াড় আছে যারা শুধুমাত্র সাদা বল এবং কিছু শুধুমাত্র লাল বল খেলেন। আমরা আশা করছি ভবিষ্যত আমরা আরও নির্দিষ্টভাবে টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট চুক্তিতে যেতে পারি। এগুলো এমন কিছু বিষয় যেগুলো নিয়ে আমরা কাজ করছি।’


২০২১ সালের ফেব্রুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ডু প্লেসি। সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দারুণ ফর্মে থাকা সত্ত্বেও তাকে ২০২১ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ কোনও সিরিজের জন্য বাছাই করা হয়নি।


শেষ টেস্টের পর থেকে ডু প্লেসি পিএসএল, সিপিএল, আইপিএল, বিপিএল, বিবিএল এবং এসএ টোয়েন্টি- তে ৯০টি ইনিংস খেলে ৩৩.৯১ গড়ে দুই হাজার ৭৪৭ রান করেন যা এই ফরম্যাটে তার মোট গড় ৩১.১৮ থেকেও বেশি। এই সময়ের মধ্যে চারটি সেঞ্চুরিও করেন ডু প্লেসি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball