promotional_ad

‘পরীক্ষায় ফেল’ করেও আক্ষেপ নেই বাটলারের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলের প্লে-অফে বাটলারের বদলি কুশল মেন্ডিস

১৫ মে ২৫
জস বাটলার (বামে) ও কুশল মেন্ডিস (ডানে), ফাইল ফটো

রেহান আহমেদের অভিষেক, আদিল রশিদকে কোটার পুরোটা বোলিং না করানো কিংবা স্যাম কারানকে পাঁচে ব্যাটিং করতে পাঠানো। বিশ্বকাপকে সামনে রেখে এসবে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে ইংল্যান্ড। সেটা করতে গিয়ে চট্টগ্রামের উইকেটে বাংলাদেশের ২৪৬ রান টপকাতে পারেনি সফরকারীরা। পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে বাংলাদেশের কাছে ম্যাচ হারলেও আক্ষেপ নেই জস বাটলারের।


চোটের কারণে আগেই ছিটকে গেছেন উইল জ্যাকস। শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের একটি পরিবর্তন অবধারিতই ছিল। তবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার মিশনে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে সফরকারীরা। মার্ক উড আর সাকিবকে মাহমুদকে বাইরে রেখে খেলানো হয় জোফরা আর্চার ও ক্রিস ওকসকে।


promotional_ad

এদিকে ওয়ানডেতে অভিষেক করানো হয় রেহানকে। তরুণ এই লেগ স্পিনার মেহেদি হাসান মিরাজকে আউট করলেও নিজের অভিষেকটা সেভাবে রাঙাতে পারেননি। শুরু থেকে প্রত্যাশিত বোলিং না করলেও তাকে দিয়ে ১০ ওভারের কোটা পূরণ করেন বাটলার। শেষ পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট নেয়া রেহান দিয়েছেন ৬২ রান।


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

৪৯ মিনিট আগে
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, ফাইল ফটো

বল হাতে পুরো সিরিজেই দুর্দান্ত ছিলেন রশিদ। তৃতীয় ওয়ানডেতে মাত্র ৫ ওভারে ২১ রান দিয়ে দুই উইকেট নিলেও তার ১০ ওভার শেষ করাননি বাটলার। বরং সেসময় রান দিয়ে চলা রেহানকে বোলিং করান ইংল্যান্ডের অধিনায়ক। সফরকারীদের পরীক্ষা-নিরীক্ষা চলেছে ব্যাটিংয়েও।


জেসন রয় আউট হয়ে যাওয়ার পর বাটলার নিজে না এসে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে পাঠান কারানকে। পাঁচে সুযোগ পেয়ে ৪৯ বলে ২৩ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। এসব পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন বাটলার। ইংল্যান্ডের অধিনায়ক জানান, এই কন্ডিশনে বিশ্বকাপের আগে ম্যাচ না থাকায় যতটা সম্ভব ক্রিকেটারদের সম্পর্কে ধারণা নিতে চেয়েছেন তারা।


বাটলার বলেন, ‘আমরা আজ (গতকাল) কিছু পরিবর্তন করেছি এবং বিভিন্ন উপায়ে তাদের সুযোগ দিয়েছি। কিন্তু আমার মনে হয় এখনও তাড়না আছে। আমরা অবশ্যই বিশ্বাস করেছিলাম আমরা ম্যাচটি জিততে পারবো। আমরা যদি ভালো খেলতে পারতাম তাহল জিততাম। কিন্তু আজ রেহানের অভিষেক ও স্যাম কারানের পাঁচে ব্যাটিং করার সুযোগ ছিল।’


‘সেপ্টেম্বর পর্যন্ত এটিই আমরা শেষ ওয়ানডে খেলছি। তাই এই কন্ডিশনে আমাদের ক্রিকেটারদের সম্পর্কে ধারণার নেয়ার দুর্দান্ত সুযোগ ছিল। আমরা তাদের সু???োগ দিয়ে যতটা সম্ভব তথ্য নিতে পারি। আমরা যদি ম্যাচ হেরে যাই, তবে তাই হোক। কিন্তু আমি অবশ্যই বিশ্বাস করি আমাদের এমন একটা দল আর পারফরম্যান্স ছিল যা দিয়ে আজকের ম্যাচটি জেতা যেতো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball