promotional_ad

'বাজবল' শেষে বেসবল খেলতে যাচ্ছেন ব্রুক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘গিলকে থামাতে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন আর্চার’

১ ঘন্টা আগে
ফাইল ছবি

ফর্মের তুঙ্গে আছেন হ্যারি ব্রুক। চার টেস্টে খেলে ৮০৯ রান করেছেন এই ইংলিশ ব্যাটার। এর মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি। তার ব্যাটিং গড় চোখ কপালে ওঠার মতো ৮২.২৫। ধারাবাহিকভাবে দারুণ ব্যাটিং করে 'বাজবল' তত্ত্বের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন তিনি।


নিউজিল্যান্ডের মাটিতে সদ্যই দুই টেস্টের সিরিজ খেলেছেন ব্রুক। প্রথম টেস্টে দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছিলেন ব্রুক। প্রথম ইনিংসে ৫৪ করে আউট হলেও দ্বিতীয় ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি পাননি তিনি। আউট হয়েছিলেন ৮৯ রানে।


দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ১৮৬ রানের ইনিংস খেললেও পরের ইনিংসে শূন্য রানে আউট হন ডানহাতি এই ব্যাটার। নিউজিল্যান্ড সিরিজ শেষে লম্বা সময়ের বিরতি পাচ্ছেন ব্রুক। এই সময় তিনি যুক্তরাষ্ট্রে বেসবল ট্রেনিংয়ে যোগ দিতে যাচ্ছেন।


promotional_ad

বর্তমান সময়ের অনেক ক্রিকেটারই নিজেদের ব্যাটিংয়ের জোর বাড়াতে গলফ খেলে থাকেন। একইভাবে বেসবল খেলেও ক্রিকেটে কোনোভাবে প্রভাব রাখা যায় কিনা সেটাই দেখতে চান তিনি। এই ইংলিশ ব্যাটার সেন্ট লুসিয়া কান্ডিনালসের হয়ে ফ্লোরিডায় স্প্রিং ট্রেনিংয়ে যোগ দেবেন।


এটি মেজর লিগ বেসবলের একটি কমার্শিয়াল ডিল। এর অংশ হিসেবেই ব্রুক দলটির ট্রেনিংয়ে যাচ্ছেন। তিনি এই টুর্নামেন্টের ইউরোপিয়ান ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। নতুন ভূমিকায় যোগ দেয়া নিয়ে ব্রুক বলেন, 'আমি দেখতে আগ্রহী যে এটা ক্রিকেটের থেকে কতটা আলাদা এবং এর মধ্যে কী কী মিল রয়েছে। হোম রান কী ভালো একটি ছক্কার মতো অনুভূতি দেবে?'


ক্রিকেটের সঙ্গে বেসবলের কোনো কৌশল যুক্ত করা যায় কিনা সেটাও পরীক্ষা নিরীক্ষা করবেন ব্রুক। তিনি বলেন,  'অন্যান্য পেশাদার ক্রীড়াবিদরা কীভাবে নিজেদের খেলা নিয়ে ভাবেন এবং বেসবল ও ক্রিকেটে ব্যাটিংয়ের মধ্যে এমন কিছু রয়েছে কিনা যা নিয়ে যাওয়া যায় তা শিখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।'


আগামী রবিবারই ইংল্যান্ডে ফেরার কথা রয়েছে ব্রুকের। ইংল্যান্ডে ফিরে তিন সপ্তাহের মতো বিশ্রাম পাবেন তিনি। এরপর জন্য ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন এই তরুণ ব্যাটার। আইপিএলের পরই রয়েছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মর্যাদার লড়াই অ্যাশেজ। আইপিএল ও অ্যাশেজে ব্রুকের ব্যাটে দেখা যাবে মেজর লিগ বেসবলের লগোও।


মার্চে লাহোর কালান্দার্সের হয়ে তার খেলার কথা ছিল পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। এমনকি বাংলাদেশের বিপক্ষে সীমত ওভারের সিরিজেও তাকে বিবেচনা করা হয়েছিল। যদিও তিনি লম্বা সময়ের বিশ্রামের পর আইপিএলে খেলাকেই বেছে নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball