promotional_ad

ডিপিএলে প্রথম দিনে দল-বদল করলেন ৭১ ক্রিকেটার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শুধু বিজয়ের ওপর দোষটা দেয়াটা বোকামি হবে: শান্ত

২৮ জুন ২৫
নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয়, ক্রিকফ্রেঞ্জি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবশেষ আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১৫ ম্যাচে ১১৩৮ রান করছিলেন এনামুল হক বিজয়। তবে এবারের মৌসুমে দলটির হয়ে খেলতে দেখা যাবে না তাকে। ডিপিএল শুরুর আগে দল-বদল করেছেন তিনি। ডিপিএলের দল-বদলের প্রথম দিনে প্রাইম ব্যাংক ছেড়ে আবাহনী লিমিটেডে যোগ দিয়েছেন বিজয়। 


দল-বদলের প্রথম দিনে মোট ৭১ জন ক্রিকেটার পুরোনো ঠিকানা ছেড়ে নতুন দলে যোগ দিয়েছেন। তরুণ ক্রিকেটার রিপন মণ্ডল শাইনপুকুর ক্রিকেট ক্লাব ছেড়ে আবাহনীতে যোগ দিয়েছেন। রিপন ছাড়াও দলটির হয়ে খেলবেন লেগ স্পিনার রিশাদ হোসেন, শাহবাজ চৌহান, নাহিদুল ইসলাম, রাকিবুল ইসলামের মতো ক্রিকেটাররা। বল হাতে দারুণ ছন্দে রয়েছেন তাসকিন আহমেদ।


promotional_ad

জাতীয় দলের পাশাপাশি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটর্সের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন তিনি। ডিপিএলের সবশেষ মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা তাসকিন এবার যোগ দিয়েছেন আবাহনীতে। রিটেইন করা ক্রিকেটারদের মাঝে আবাহনীতে রয়েছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্তর মতো ক্রিকেটাররা।


আরো পড়ুন

৩ সেঞ্চুরির ম্যাচে প্রাইম ব্যাংকের জয়

২৪ মার্চ ২৫
একই ম্যাচে সেঞ্চুরি করেছেন ইরফান শুক্কুর (বামে), ইমরুল কায়েস (মাঝে) ও সাব্বির হোসেন (ডানে), ক্রিকফ্রেঞ্জি

বিপিএলের সবশেষ আসরে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তৌহিদ হৃদয়। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১৪০.৪১ স্ট্রাইক রেট ও ৩৬.৬৩ গড়ে ৫ হাফ সেঞ্চুরিতে ৪৩০ রান করেছিলেন তরুণ এই ব্যাটার। তবুও হৃদয়কে ধরে রাখেনি আবাহনী। ১৫ মার্চ থেকে শুরু হওয়া ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন তিনি।


বর্তমান চ্যাম্পিয়নরা এদিন ধরে ভিড়িয়েছে পেসার শফিকুল ইসলাম, ফজলে রাব্বি মাহমুদ, মারাজ মাহমুদ হৃদয়, প্রিতম কুমার এবং মনির হোসেন খান। শেখ জামালের নেতৃত্বে দেখা যাবে নুরুল হাসান সোহানকে। ব্রাদার্স ইউনিয়ন ছেড়েছেন সাদমান ইসলাম ও আবু হায়দার রনি। তারা দুজনই খেলবেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে।


সবশেষ মৌসুমে আবাহনীর হয়ে খেলা আরাফাত সানি ও শহিদুল ইসলাম খেলবেন অগ্রণী ব্যাংকের জার্সিতে। পারভেজ হোসেন ইমন, আশিক উল আলম নাইম ও আব্দুল হালিমের ঠিকানা হয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। পেসার ইয়াসির আরাফাত, নাঈম ইসলাম, ও হাসান মাহমুদ খেলবেন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে। 


চট্টগ্রামের হয়ে বিপিএল মাতানো নিহাদ উজ জামান খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ছেড়ে যোগ দিয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে। বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ছেড়ে মোহামেডানের হয়ে খেলবেন ইমরুল কায়েস। মাহিদুল ইসলাম অঙ্কনও খেলবেন মোহামেডানের হয়ে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball