সল্টের গ্লাভস আর মালানের ব্যাটে প্রস্তুতি নিয়েই অভিষেক জ্যাকসের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টপ এন্ড টি–টোয়েন্টিতে বাংলাদেশের ম্যাচের সূচি প্রকাশ
৫ ঘন্টা আগে
এক সপ্তাহ আগেই ইংল্যান্ডের টেস্ট দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে ছিলেন উইল জ্যাকস। দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা না পেলেও এই ডানহাতি ব্যাটারের জন্য খুলে গেছে অন্য আরেকটি সম্ভাবনার দুয়ার। কথা ছিল দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা না পেলে বাংলাদেশে ওয়ানডে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। হয়েছেও তাই।
একাদশ নিশ্চিত হওয়ার পরই বাংলাদেশের বিমান ধরেন জ্যাকস। ২০ ঘণ্টার বেশি সময়ের ভ্রমণ শেষে ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে থাকা ওয়ানডে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। বুধবার পেয়ে গেছেন ওয়ানডে ক্যাপও। সবকিছু জয় করলেও উদ্ভট সমস্যায় পড়তে হয়েছে ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটারকে।
লাগেজ তার সঙ্গে এসে পৌঁছায়নি। ফিল সল্টের গ্লাভস আর ডেভিড মালানের ব্যাট নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিয়েছেন তিনি। সেই প্রস্তুতি নিয়েই নেমে যান অভিষেক ম্যাচ খেলতে। প্রথম ওয়ানডেতে নেমে খেলেছেন ৩১ বলে ২৬ রানের ইনিংস।

নিজের বিড়ম্বনার কথা জানিয়ে দ্য টেলিগ্রাফকে জ্যাকস বলেছেন, 'এটা কঠিন, আমি ২৫ তারিখ মধ্যরাতে পৌঁছেছি কিন্তু আমরা ব্যাগ এসে পৌঁছায়নি। আমি এগুলো গতকাল (বুধবার) সকালের আগে পাইনি। কোনো কাপড় ও ব্যাগ ছাড়াই আমি তিন রাত কাটিয়েছি। এগুলো ছাড়া অনুশীলন করা বেশ কঠিন। গত কালকের আগে আমি কোনো অনুশীলনও করতে পারিনি। সবকিছু এলোমেলো হয়ে গেছে কিন্তু এরপরও ক্রিকেট খেলতে পেরে আমি আনন্দিত।'
‘গিলকে থামাতে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন আর্চার’
১ ঘন্টা আগে
'আমার কিছু আন্ডার আর্মস ছিল। সেই সঙ্গে সল্টির (ফিল সল্ট) গ্লাভস এবং মালার (ডেভিড মালান) ব্যাট নিয়েছি দুদিন আগে এবং আর কিছু নতুন অনুশীলন সরঞ্জামও পেয়েছি। কিন্তু আমি দুদিন ধরেই একই আন্তর্বাস পড়ে আছি। একই পোশাক পরে আমাকে বিছানায় বসে থাকতে হয়েছে।'
টি-টোয়েন্টি ক্রিকেট যুগে ছক্কা মারতে দারুণ পারদর্শী জ্যাকস দারুণ এক প্যাকেজ। সেই সঙ্গে স্পিন বোলিংটাও বেশ ভালোই পারেন। পারফরম্যান্সের ধারাবাহিকতার জন্য ওয়ানডে বিশ্বকাপের দলেও তার জায়গা পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। জ্যাকস নিজেও জানেন বাংলাদেশের বিপক্ষে পরবর্তী দুই ওয়ানডেতে ভালো খেললে তার সম্ভাবনা আরও জোরালো হবে।
এরপর সেপ্টেম্বরের আগে ইংল্যান্দের আর কোনো সাদা বলের সিরিজ নেই। তাই টাইগারদের বিপক্ষে সিরিজটিকেই লক্ষ্য হিসেবে স্থির করেছেন এই ইংলিশ ক্রিকেটার। বিশ্বকাপ দলে জায়গা পেতে কঠিন লড়াই করতে হবে জ্যাকসকে। সেই প্রতিযোগিতা মেনেই বাংলাদেশের বিপক্ষে বাকি দুই ম্যাচে পারফর্ম করে নিজেকে অন্যদের চেয়ে এগিয়ে রাখতে চান তিনি।
জ্যাকস বলেন, 'আমি এতটা সম্ভব ভালো খেলতে চাই। যাতে করে আমি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে পারি। এখানে কঠিন প্রতিযোগিতা রয়েছে। আমরা জানি এটাই ইংলিশ ক্রিকেট। যতটা সম্ভব আমাকে নিজের সেরাটাই দিতে হবে। আশা করছি দুই ম্যাচে সুযোগ পাবো এবং এমন অবস্থায় থাকতে চাই যাতে করে আমার প্রভাব বোঝা যায়।'
বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ সিরিজ ও আইপিএল অনেক কাজে লাগবে বলে মনে করেন জ্যাকস। তার ভাষ্য, 'বিশ্বকাপ ভারতে হবে, এই সিরিজটি (বাংলাদেশ সিরিজ) আমাদের জন্য দারুণ প্রস্তুতির সুযোগ হয়েছে এবং আমাদের অনেকে আইপিএলে যাবে এবং আমিও। এটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে।'