দ্বিতীয় ওয়ানডের দলে শামীম পাটোয়ারী

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টপ এন্ড টি–টোয়েন্টিতে বাংলাদেশের ম্যাচের সূচি প্রকাশ
২ ঘন্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে সেরা ছন্দে ছিলেন ন শামীম হোসেন পাটোয়ারী। পুরো টুর্নামেন্টে বলার মতো দুটি ইনিংস ছিল বাঁহাতি এই ব্যাটারের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলা শামীম এলিমিনেটরে করেছিলেন ৭১ রান। ফরচুন বরিশালের বিপক্ষে এমন ইনিংসের পর কপাল খুলেছে শামীমের।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ডাকা হয়েছে তাকে। টি-টোয়েন্টির পর ওয়ানডে দলেও সুযোগ পেলেন তরুণ এই অলরাউন্ডার। ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের দলে শামীমকে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে দলে এবারই প্রথম ডাক পেলেন না শামীম। এর আগে বেশ কয়েকবার দলে জায়গা পেলেও ওয়ানডে অভিষেক হয়নি তার। তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে খেলেছেন বাঁহাতি এই ব্যাটার। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন শামীম। বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
চোট কাটিয়ে ফিরলেন অ্যাটকিনসন
৭ জুলাই ২৫
তার ব্যাট থেকে এসেছে ১২৪ রান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার সর্বোচ্চ ইনিংসটি ৩১ রানের। অফ ব্রেক বোলিংটাও বেশ ভালো পারেন শামীম। দুই ইনিংসে বল করে অবশ্য এখনও উইকেটের দেখা পাননি তিনি।
বিপিএলে ব্যাট হাতে দারুণ সময় পার করে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন তৌহিদ হৃদয়। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ৪০৩ রান করেছিলেন তরুণ এই ব্যাটার। যেখানে পাঁচটি হাফ সেঞ্চুরিও ছিল হৃদয়ের। ইংলিশদের বিপক্ষে ডাক পেলেও প্রথম ম্যাচে অভিষেক হয়নি তার।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। বোলিংটা ঠিকঠাক হলেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি সিনিয়র ব্যাটাররা। মিরপুরে ৩ মার্চ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে তারা। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড।
বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডের স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয় ও শামীম পাটোয়ারী।