promotional_ad

আবাহনীতে ভালো করে জাতীয় দলে কাজে লাগাতে চান বিজয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শুধু বিজয়ের ওপর দোষটা দেয়াটা বোকামি হবে: শান্ত

২৮ জুন ২৫
নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয়, ক্রিকফ্রেঞ্জি

স্বপ্নের মতো আসর কাটিয়ে জাতীয় দলে ফেরা, বাদ পড়া এবং ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দল-বদল, সবশেষ এক বছরে খানিকটা উত্থান-পতন দেখে ফেলেছেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ছেড়ে আবাহনীতে যোগ দেয়া এই ব্যাটার আবারও জাতীয় দলে ফেরার কথা ভাবছেন। সেই সঙ্গে আবাহনীর হয়ে পারফর্ম করে সেটা জাতীয় দলে কাজে লাগাতে চান বিজয়।


ডিপিএলের সবশেষ আসরে প্রাইম ব্যাংকের হয়ে ব্যাট হাতে অবিশ্বাস্য ছন্দে ছিলেন বিজয়। ১৫ ম্যাচে ৩ সেঞ্চুরি এবং ৯ হাফ সেঞ্চুরিতে করেছিলেন ১১৩৮ রান। ৯৮.৬১ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ডানহাতি এই ওপেনার রান করেছিলেন ৮১.২৮ গড়ে। টম মুডি ও জিমি কুককে ছাড়িয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন বিজয়।


promotional_ad

এমন পারফরম্যান্সের পর জাতীয় দলে ফিরেছিলেন তিনি। রেকর্ড রান করার পর প্রাইম ব্যাংক ছেড়েছেন ডানহাতি এই ব্যাটার। ১৫ মার্চ থেকে শুরু হওয়া ডিপিএলের এবারের আসরে আবাহনীর হয়ে খেলতে দেখা যাবে তাকে। ডিপিএলের দল-বদলের প্রথম দিনের আবাহনীতে দিয়েছেন বিজয়। দলটির হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চান তিনি।


আরো পড়ুন

ডট বলের মন্ত্রেই সফল মোসাদ্দেক

৬ এপ্রিল ২৫
শাইনপুকুরের বিপক্ষে ৩৬ রানে ৪ উইকেট নিয়েছেন ছন্দে থাকা মোসাদ্দেক হোসেন, ক্রিকফ্রেঞ্জি

বিজয় বলেন, ‘ক্লাব ক্রিকেটে আবাহনী তো সবসময় দারুণ নাম, যেটার ঐতিহ্য আছে অনেকদিন ধরে এবং এরকম দলে খেলতে পারাটা আনন্দের, রোমাঞ্চকর, চ্যালেঞ্জিংও বটে। আশা করছি যে দারুণ একটা টুর্নামেন্ট যাবে।’


তিনি আরও বলেন, ‘আমাদের খেলোয়াড়দের মাঝে প্রত্যাশার চাপ থাকেই এবং এটাই হয়ে আসছে। যারা উপরে ব্যাটিং করে, ভালো দলে খেলে, চ্যাম্পিয়ন দল করে, তাদের সবসময় চ্যাম্পিয়ন রেসে থাকতেই হয় এবং ওইটা চিন্তা করেই তারা দল গড়ে। যারা খেলে ওই দলে তাদেরও ওই চিন্তা থাকে। আমি মনে করি আমারও চিন্তা আলাদা না। চেষ্টা করবো তাদের ওই চিন্তার সঙ্গে মিলে দারুণ পারফর্ম করা।’


সবশেষ ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে ছিলেন বিজয়। তবে বিপিএলে প্রত্যাশিত পারফর্ম করতে না পারায় ইংল্যান্ড সিরিজের দলে জায়গা হয়নি তার। তবে বিশ্বকাপকে সামনে রেখে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন বিজয়। সেই সঙ্গে বিশ্বকাপের কথা মাথায় রেখে ডিপিএলে আবাহনীর হয়ে দারুণ পারফর্ম করতে চান তিনি।


বিজয় বলেন, ‘সামনে তো আমাদের বিশ্বকাপ আছে। বিশ্বকাপের কথা চিন্তা করে অবশ্যই ঘরোয়া ক্রিকেটে যে ওয়ানডে সংস্করণের যে খেলা আছে সেগুলোতে অবশ্যই চেষ্টা করা, মন দিয়ে খেলা। কারণ অবশ্যই বিশ্বকাপ আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা আমার মাথায় আছে চেষ্টা করবো বিশ্বকাপে যেন ভালো ফলাফল করতে পারি আমরা সবাই। দারুণ হবে প্রিমিয়ার লিগের ম্যাচগুলো। আমাদের আবাহনীর হয়ে যদি ভালো পারফরম্যান্স করতে থাকি ধারাবাহিকভাবে আশা করি এটা জাতীয় দলে কাজে লাগবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball