ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রোটিয়াদের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ডে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে
৯ ঘন্টা আগে
ঘরের মাঠে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য সাউথ আফ্রিকার ব্যাটিং কোচ নিযুক্ত হয়েছেন নেইল ম্যাকেঞ্জি। দলটির স্থায়ী ব্যাটিং কোচ কে হবেন, সেটা অবশ্য আরও কিছুদিন পর জানাবে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
টেস্ট দলের স্থায়ী ব্যাটিং কোচ খুঁজে না পেলেও ফিল্ডিংয়ের জন্য স্থায়ী কোচ পেয়েছে সিএসএ। নিউজিল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ক্রুগার ভ্যান উইককে এই দায়িত্ব দিয়েছে তারা। সাউথ আফ্রিকায় জন্ম নেয়া ভ্যান উইক নিউজিল্যান্ডের হয়ে ২০১৫ সাল পর্যন্ত ৯টি টেস্ট খেলেছেন।

এদিকে বোলিং কোচ হিসেবে এই সিরিজেই ইতি টানতে যাচ্ছেন চার্ল ল্যাঙ্গাভেল্ট। এরপরের সিরিজ থেকে দলটির বোলিং কোচের দায়িত্ব নেবেন পিয়েট বোথা। সাউথ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ১১৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বোথার।
সাউথ আফ্রিকার টেকনিক্যাল স্টাফে আরও যোগ দিয়েছেন ম্যাথু রিউবেন এবং সিজয়ে হাদিবি। রিউবেন পারফরম্যান্স এনালিস্ট এবং হাদিবি ফিজিও থেরাপিস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন। দলটির স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচের দায়িত্ব পেয়েছেন রুনেশান মুডলি।
আসন্ন এই সিরিজে সাউথ আফ্রিকার টেস্ট দলের অধিনায়কত্ব করবেন টেম্বা বাভুমা। হেড কোচ শুকরি কনরাডের পছন্দেই ডিন এলগারের জায়গায় অধিনায়কত্ব করবেন বাভুমা। যদিও টি-টোয়েন্টিতে সাউথ আফ্রিকার নেতৃত্ব হারিয়েছেন বাভুমা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ মাঠে গড়াবে এ মাসের শেষের দিকে। আগামী ২৮ ফেব্রুয়ারী সেঞ্চুরিয়ান টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি ৮ মার্চ থেকে অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে।