ব্লান্ডেলের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মিরপুরে ‘ড্র’ করে সিরিজ হার সোহানদের
২৪ মে ২৫
প্রথম দিনের শেষ বিকেলে ব্যাটিং করতে নেমে ৩১ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়েছিল নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং করেছে কিউইরা। টম বান্ডেলের সেঞ্চুরিতে স্কোরবোর্ডে তিনশো রান তুলেছে তারা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ২ উইকেট হারিয়ে ৭৯ রান করেছে ইংল্যান্ড। ৮ উইকেট হাতে নিয়ে তাদের লিড এখন ৯৮ রানের।
গত দিনের ৩ উইকেটে ৩৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার ডেভন কনওয়ে এবং নেইল ওয়েগনার মিলে এদিনের সকালটা দারুণভাবে পার করেছেন। ওয়েগনার সাজঘরে ফিরলে ভাঙ্গে ৫১ রানের চতুর্থ উইকেট জুটি। নাইট ওয়াচম্যান হিসেবে খেলতে নামা ওয়েগনারের ব্যাট থেকে এসেছে ২৭ রান।
তবে সুবিধা করতে পারেননি ড্যারিল মিচেল। এই মিডল অর্ডার ব্যাটার ১০ বল খেলে ডাক খেয়ে সাজঘরে ফিরেছেন। মিচেল দ্রুত ফিরলেও এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন টম বান্ডেল। এই উইকেটকিপার ব্যাটার সেঞ্চুরি হাঁকিয়েছেন। সাজঘরে ফেরার আগে ১৮১ বলে ১৩৮ রান এসেছে তার ব্যাট থেকে।

শেষদিকে স্কট কুগেলিনের ২০ রানের সুবাদে ৮২ ওভার ৫ বলে ৩০৬ রান তুলে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। এরফলে ১৯ রানের লিড পেয়েছে ইংলিশরা। ইংল্যান্ডের হয়ে ৫৪ রানে ৪ উইকেট শিকার করেছেন অলি রবিনসন।
এরপর শেষ বিকেলে ব্যাটিং করতে নেমে ২ উইকেট হারিয়ে ৭৯ রান তুলেছে ইংল্যান্ড। অলি পোপ অপরাজিত আছেন ১৪ রানে এবং স্টুয়ার্ড ব্রড নাইট ওয়াচম্যান হিসেবে নেমে অপরাজিত আছেন ৬ রানে। ৮ উইকেট হাতে নিয়ে তাদের লিড এখন ৯৮ রানের।
সংক্ষিপ্ত স্কোর: (২য় দিন)
ইংল্যান্ড (১ম ইনিংস)- ৩২৫/৯ (৫৭.২ ওভার) (ব্রুক ৮৯, ডাকেট ৮৪; ওয়েগনার ৪/৮২)
নিউজিল্যাড (১ম ইনিংস)- ৩০৫ (৮২.৫ ওভার) (বান্ডেল ১৩৮, কনওয়ে ৭৭; রবিনসন ৪/৫৪)
ইংল্যান্ড (২য় ইনিংস)- ৭৯/২ (১৬ ওভার) ( পোপ ১৪*, ব্রড ৬*)