বিপিএল মাতাতে ঢাকায় নাইব-ইরফান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যোগ দিতে ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন গুলবাদিন নাইব ও মোহাম্মদ ইরফান। চলমান এই আসরে দুজনই খেলবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে।
এবারের আসরে প্লেয়ার্স ড্রাফট থেকে আফগান অলরাউন্ডার নাইবকে আগেই দলে ভেড়ায় সিলেট। বর্তমানে কোনও ব্যস্ত সূচি না থাকায় পূর্বনিধারিত সময়ের মধ্যেই বিপিএল খেলতে চলে এসেছেন আফগানদের সাবেক এই অধিনায়ক।

পাকিস্তানি পেসার ইরফানকে অবশ্য আসরের মাঝপথে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভেড়ায় সিলেট। মাশরাফি বিন মুর্তজার দলের পেসারদের তালিকায় যোগ হয়েছেন আরও এক নামি পেসার।
যদিও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আগেভাগেই বাংলাদেশ ছেড়েছেন সিলেট স্ট্রাইকার্সের দুই পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম।
বিপিএলের এবারের আসরে দারুণ ফর্মে আছে এই আসরের নগাবত দল সিলেট। এখন পর্যন্ত ১০রি ম্যাচ খেলে আটটিতেই জিতেছে তারা। ১৬ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত তালিকার শীর্ষে অবস্থান করছে দলটি।
ইতোমধ্যে প্লে-অফও নিশ্চিত করে ফেলেছে সিলেট। পয়েন্ট তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯টি করে ম্যাচ খেলে ছয়টি করে জয় পেয়েছে।