পিএসএলকে বিশ্বের দ্বিতীয় সেরা লিগ দাবি শেঠির

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু

১০ জুলাই ২৫
আইপিএল ও বিপিএলের শিরোপা

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে ‍বিশ্বজুড়ে এককভাবে আধিপত্য বিস্তার করছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সময়ের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি দেশে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চালু হলেও আইপিএলের সঙ্গে টক্কর দিতে পারেনি কোনোটাই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাজাম শেঠিও বলেছেন আইপিএল বিশ্বের সেরা লিগ। তবে আইপিএলের পরই পিএসএলের অবস্থান বলে মনে করেন পিসিবি প্রধান।


চলতি মৌসুমের পিএসএল নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেছেন নাজাম শেঠি। সেখানে পিএসএলকে দ্বিতীয় সেরা লিগ দাবি করেছেন নাজাম। পাশাপাশি তিনি বলেছেন, পিএসএলের সঙ্গে সূচির মিল রেখে আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করা হয়েছে পিএসএলকে টেক্কা দিতে।


promotional_ad

পিসিবি প্রধান বলেন, 'আমি মনে করি, আইপিএল বাদ দিলে, এটি (পিএসএল) বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি ব্র্যান্ড। আমাদের লক্ষ্য পিএসলকে আগের চেয়ে আরও বড় ও শক্তিশালী করা। এটিকে বিশ্বের প্রথম সারির ক্রিকেটারদের প্রথম পছন্দে পরিণত করতে চাই।’


চলতি বছর জানুয়ারিতে একই সঙ্গে চলছে বিপিএল, বিগ ব্যাশ, এসএ টোয়েন্টি, ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ। সবগুলো লিগই শুরু হয়েছে প্রায় কাছাকাছি সময়ে। তাই ক্রিকেটারদের পাওয়া নিয়ে প্রতিযোগিতা চলেছে লিগগুলোর মধ্যে।


পিসিবির প্রধানের দাবি, ক্রিকেটারদের টানার প্রতিযোগিতায় অন্য লিগগুলো পিএসএলের সঙ্গে পারত না বলেই এই লিগগুলো পিএসএলের আগে শুরু করা হয়েছে। তবে এসবের মাঝেও পিএসএলকে নিয়ে অনেক দূর এগোতে চান নাজাম।


তিনি বলেন, 'অস্ট্রেলিয়া, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাত তাদের লিগ আমাদের আগে শুরু করেছে। কারণ তারা জানত, পিএসএলের সঙ্গে প্রতিযোগিতায় পারবে না। এতেই বোঝা যাচ্ছে, আমাদের পিএসএল এগিয়ে যাচ্ছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball