জাতীয় দলের জন্য বিবেচনা করতে নাসিরের ধারাবাহিকতা চান নান্নু

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিব-নাসিরসহ বাংলাদেশের ৯ ক্রিকেটার

৬ জুলাই ২৫
ফাইল ছবি

‘জাতীয় দলে অবশ্যই খেলতে চাই। তবে এটা তো আমার হাতে নেই। আমার কাজ মাঠে পারফর্ম করা।’ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হাফ সেঞ্চুরির পর সংবাদ সম্মেলনে জাতীয় দলে ফেরার আশার কথা জানিয়েছিলেন নাসির হোসেন। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আরও একবার জাতীয় দলের দরজা খুলতে পারে অভিজ্ঞ এই অলরাউন্ডারের। বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার দিনে এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।


ফিনিশার হিসেবে খ্যাতি পেলেও পারফর্মে ভাটা পড়া আর মাঠের বাইরের বিতর্কে লম্বা সময় জাতীয় দলের বাইরে রয়েছেন নাসির। ঘরোয়া ক্রিকেটে খেললেও পারফরম্যান্সে ধারাবাহিকতা ছিল না অভিজ্ঞ এই অলরাউন্ডারের। তবে বিসিএলের ওয়ানডে সংস্করণের পর বিপিএলের এবারের আসরে ব্যাটে-বলে ছন্দে রয়েছেন তিনি।


promotional_ad

ঢাকা ডমিনেটর্স পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও প্রতি ম্যাচেই হাসছে নাসিরের ব্যাট, বল হাতে পাচ্ছেন উইকেটও। বিপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচে ২৬৯ রান। কুমিল্লা ও ফরচুন বরিশালের বিপক্ষে হাফ সেঞ্চুরি করা এই ব্যাটারের স্ট্রাইক রেট ১৩১.২১ এবং গড় ৮৯.৬৬। নাসিরের চেয়ে বেশি রান করেছেন কেবল সাকিব আল হাসান।


দারুণ ছন্দে থাকা নাসিরকে জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে নান্নু বলেন, ‘অনেকদিন পর এসেছে, ভালো খেলছে। ওকে (নাসির) আগে খেলতে দিন। একজন খেলোয়াড়কে থিতু হতে হবে আগে। অনেকদিন পরে এসে পারফর্ম করা অনেক বিরাট ব্যাপার একজন খেলোয়াড়ের জন্য। কামব্যাক করেছে, ধারাবাহিকভাবে এই প্রক্রিয়ার মাঝে থাকলে অবশ্যই চিন্তা (জাতীয় দলের জন্য বিবেচনা) করা হবে।’


বিপিএলে ব্যাট হাতে সাফল্য পাচ্ছেন সাকিবও। টি-টোয়েন্টি ঘরানার ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ৬ ম্যাচ খেলে ২৭৫ রান করেছেন সাকিব। ৯৯.৬৬ গড়ে রান তোলা সাকিবের স্ট্রাইক রেট ১৯৬.৪২। বাংলাদেশের ক্রিকেটারের জন্য যা ঈর্ষনীয়।


সাকিবের এমন টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং উপভোগ করছেন নান্নু। সাকিবের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘সেরা খেলোয়াড়ের সেরা পারফরম্যান্স দেখে সবসময় ভালো লাগে। আমি খুব উপভোগ করছি, যথেষ্ট ভালো লাগছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball