নাসির-মিঠুনের লড়াই ম্লান করে জিতল বরিশাল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিপিএলের জন্য ৬ বিদেশিকে দলে নিয়েছে বরিশাল

২৯ জুন ২৫
দলের সঙ্গে বরিশালের বিদেশি ক্রিকেটার জেমস ফুলার

ফরচুন বরিশালকে হারাতে শেষ ওভা???ে ঢাকা ডমিনেটর্সের প্রয়োজন ছিল ২৫ রান। তবে সেই সমীকরণ মেলাতে পারেননি হাফ সেঞ্চুরিয়ান নাসির হোসেন ও আরিফুল হক। মোহাম্মদ মিঠুন ও নাসির দারুণ ব্যাটিং করলেও তাদের লড়াইকে ম্লান করে ১৩ রানে জিতল বরিশাল।


চট্টগ্রামে জয়ের জন্য ১৭৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকাকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার সৌম্য সরকার এবং উসমান গনি। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৪৬ রান। গনির বিদায়ে ভাঙে ঢাকার এবারের আসরের সেরা উদ্বোধনী জুটি। করিম জানাতের বলে কামরুল ইসলাম রাব্বির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১৯ বলে ৩০ রান করা গনি।


পাওয়ার প্লে শেষ হতেই আউট হন আরেক ওপেনার সৌম্য। চাতুরাঙ্গা ডি সিলভার বলে উড়িয়ে মারতে গিয়ে সীমানায় দাঁড়িয়ে থাকা সালমান হোসেন ক্যাচ নিলে ফিরতে হয় ১৬ রান করা এই ব্যাটারকে। তিনে নেমে মিঠুন দেখেশুনে খেললেও চারে নেমে সুযোগ কাজে লাগাতে পারেননি মোহাম্মদ ইমরান।


মাত্র ৩ রান করে রান আউট হয়ে ফিরেছেন তিনি। এরপর অবশ্য দারুণ জুটি গড়েন মিঠুন ও নাসির। তারা দুজনে মিলে যোগ করেন ৮৯ রান। ১৯তম ওভারের মোহাম্মদ ওয়াসিমের গুড লেংথ ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হন ৪৭ রান করা মিঠুন। তবে ৩৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন নাসির। তবে ঢাকার জয়ের জন্য সেটিও যথেষ্ট ছিল না। ৩৬ বলে ৫৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন নাসির।


promotional_ad

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে তাসকিন আহমেদের প্রথম দুই বলে দুই চার মেরে ভালো শুরুর আভাস দেন সাইফ হাসান। তবে ইনিংস বড় করতে পারেননি বিপিএলের এবারের আসরে বরিশালের একাদশে প্রথমবার সুযোগ পাওয়া এই ওপেনার। ইনিংসের দ্বিতীয় ওভারে সালমান ইরশাদের বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হন। থার্ডম্যানে দাঁড়িয়ে তাসকিন দুর্দান্তভাবে ক্যাচ লুফে নিলে ১০ রানে ফিরে যেতে হয় সাইফকে।


আবারও ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার এনামুল হক বিজয়। আরাফাত সানির বলে ড্রাইভ করতে গিয়ে শর্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে তাসকিন ক্যাচ লুফে নিলে সাজঘরে ফেরেন ৬ রান করা বিজয়। এরপর মেহেদি হাসান মিরাজ এবং চাতুরাঙ্গা ডি সিলভা মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটা হয়ে উঠেনি।


নাসির হোসেনের বলে রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন ডি সিলভা। শ্রীলঙ্কার এই অলরাউন্ডার আউট হয়েছেন ১০ রানে। তাকে সঙ্গ দেয়া মিরাজকেও সাজঘরে ফিরিয়েছেন নাসির। ডানহাতি এই অফ স্পিনারের বলে বোল্ড হন ১৭ রান করা মিরাজ। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে যেখানে শেষ করেছিলেন ঢাকার বিপক্ষে যেন সেখান থেকেই শুরু করেন সাকিব।


মুক্তার আলীকে দিয়ে শুরুর পর ঢাকার অন্যান্য বোলারদের ওপরও চড়াও হয়েছেন বরিশালের অধিনায়ক। সাকিবের ঝড় থামান মুক্তার। ডানহাতি এই পেসারের স্লোয়ার ডেলিভারি বুঝতে না পেরে বোল্ড হয়েছেন ১৭ বলে ৩০ রান করা এই ব্যাটার। সাকিব ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখেছিলেন ইফতিখার। দারুণ ব্যাটিংয়ে ৩১ বলে হাফ সেঞ্চুরিও ‍তুলে নেন পাকিস্তানের এই ব্যাটার। শেষ পর্যন্ত ইফতিখার অপরাজিত ছিলেন ৫৬ রানে।


সংক্ষিপ্ত স্কোর:


ফরচুন বরিশাল- ১৭৩/৫ (২০ ওভার) (ইফতিখার ৫৬*, রিয়াদ ৩৫*, সাকিব ৩০; নাসির ২/১৬)


ঢাকা ডমিনেটর্স- ১৬০/৪ (২০ ওভার) (নাসির ৫৪*, মিঠুন ৪৭, গনি ৩০; ডি সিলভা ১/২২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball