আমলাকে নিয়ে আস্ত বই লিখতে পারবেন ডি ভিলিয়ার্স

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লারার বিশ্বরেকর্ড ভাঙার সুযোগ পেয়েও ভাঙলেন না মুল্ডার
৭ জুলাই ২৫
বছর তিনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন হাশিম আমলা। আর এবার বাইশ গজকেই বিদায় বলে দিলেন এই প্রোটিয়া। তার বিদায়ে সাউথ আফ্রিকার বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার আবেগঘন টুইট করেছেন। যেখানে তার সাবেক সতীর্থ এভি ডি ভিলিয়ার্স বলেছেন, আমলার সঙ্গে তার এত এত স্মৃতি আছে যে, চাইলে আমলাকে নিয়ে তিনি একটা আস্ত বই লিখে ফেলতে পারবেন।
২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিকে বিদায় বললেও কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলে যাচ্ছিলেন আমলা। তবে এ বছর থেকে আর কাউন্টিও না খেলার কথা জানিয়েছেন। সারের পক্ষ থেকে আমলার ঘোষণার কথা জানানোর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে আমলাকে নিয়ে লিখেছেন অনেক প্রোটিয়া ক্রিকেটার।

ডি ভিলিয়ার্স টুইটারে লিখেছেন, 'হাশিম আমলা, কোথা থেকে শুরু করব? ব্যাপারটা সহজ নয়। কয়েক দিন, কয়েক সপ্তাহ, কয়েক মাস কিংবা কয়েক বছরও লেগে যেতে পারে। আক্ষরিক অর্থেই তোমাকে নিয়ে আস্ত বই লিখে ফেলতে পারব। সব সময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। তুমি সেই ভাই, যে অনেকভাবে আমাকে নিরাপদ বোধ করিয়েছ।’
‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য’, মুল্ডারকে লারা
২১ ঘন্টা আগে
২০০৪ সালের শেষ দিকে ২১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও আমলা জাতীয় দলে নিয়মিত হন ২০০৮ সালে। আমলার সেই সময়টা মোটেই যে সহজ ছিল না তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন ডি ভিলিয়ার্স।
তিনি লিখেন, ‘তোমার যাত্রা সহজ ছিল না। শুনতে হয়েছে, 'এই ছেলের টেকনিক উদ্ভট, টিকবে না, কধারাবাহিক হতে পারবে না।' কিন্তু এরপর তুমি তোমার নিজস্ব ধারায় এগিয়ে গেলে, দিনের পর দিন ব্যাটিং করে গেলে, যেটা তুমি পারো। দলের জন্য, দেশের জন্য স্থির, শান্ত, ধারাবাহিক, নির্ভীক, দক্ষ আর বিনয়াবনত থেকেছ। তুমি আমাকে এমনভাবে অনুপ্রাণিত করেছ, যা আমি ব্যাখ্যা করতে পারব না।’
ডি ভিলিয়ার্সের মতো আমলাকে নিয়ে টুইট করেছেন ডেল স্টেইনও। আমলার সাবেক এই সতীর্থ তাকে নিয়ে লেখেন, ‘খুব সম্ভবত আমার এই টুইটটি তার চোখে পড়বে না। তবু বলতে চাই, আমলা একজন ক্রিকেটারের চেয়েও বেশি কিছু। সত্যিকারভাবে এযাবৎকালের অন্যতম সেরা মানুষ। তোমাকে স্যালুট জানাই।’