ব্রেসওয়েল বীরত্বের পরও ভারতের কাছে হারল নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গিলের ভুলে ২৫০ কোটি রুপি ক্ষতি হতে পারে ভারতের
১০ জুলাই ২৫
বড় লক্ষ্য তাড়ার চাপে পড়ে মাত্র ১৩১ রানে ৬ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। হায়দরাবাদে কিউইদের যখন বড় হারের শঙ্কা উঁকি দিচ্ছিলো তখন দলের হাল ধরেন মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার। তাদের ১৬২ রানের অনবদ্য জুটিতে জয়ের আশা জাগে নিউজিল্যান্ড শিবিরে। স্যান্টনার হাফ সেঞ্চুরির পর ফিরে গেলেও কিউইদের আশার আলো হয়ে টিকেছিলেন ব্রেসওয়েল। ৫০তম ওভারে শার্দুল ঠাকুরের প্রথম বলেই লং অন দিয়ে উড়িয়ে ছক্কা মারেন বাঁহাতি এই ব্যাটার। তবে ২০ রানের সমীকরণ মেলাতে পারেননি ব্রেসওয়েল। শার্দুলের বলে লেগ বিফোর হয়ে ১৪০ রান করা ব্রেসওয়েল ফিরলে ১২ রানে হারে নিউজিল্যান্ড।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে জয়ের জন্য ৩৫০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সফরকারীরা। ইনিংসের ৬ষ্ঠ ওভারে গিয়ে উইকেট হারায় নিউজিল্যান্ড। মোহাম্মদ সিরাজের অফ স্টাম্পের বাইরের বলে হুক করতে চেয়েছিলেন ডেভন কনওয়ে। তবে ঠিকঠাক টাইমিং করতে না পারায় ফাইন লেগে দাঁড়িয়ে থাকা কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১০ রান করা এই ব্যাটার।

ফিন অ্যালেন ও হেনরি নিকোলস মিলে জুটি গড়ার চেষ্টা করলেও সেটি বড় হতে দেননি শার্দুল। ডানহাতি এই পেসারের বলে টপ এজ হয়ে মিড উইকেট থাকা শাহবাজ আহেমেদের হাতে ক্যাচ দেন ৪০ রান করা অ্যালেন। নিকোলস, টম লাথাম এবং গ্লেন ফিলিপস দুই অঙ্কের কোটায় পৌঁছালেও ইনিংস বড় করতে পারেননি। এদিকে ড্যারিল মিচেল ৯ রানের বেশি করতে পারেননি।
ছিটকে গেলেন লাথাম, বদলি অধিনায়ক ব্রেসওয়েল
২৭ মার্চ ২৫
তাতে ব্যাটারদের ব্যর্থতায় ১৩১ রানেই ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। সেখান থেকে দারুণ এক জুটি গড়ে তোলেন ব্রেসওয়েল ও স্যান্টনার। ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া ব্রেসওয়েল সেঞ্চুরি পেয়েছেন ৫৭ বলে। এদিকে তাকে সঙ্গ দেয়া স্যান্টনার হাফ সেঞ্চুরি করেন ৩৮ বলে। হাফ সেঞ্চুরির পরই অবশ্য ফিরে যান বাঁহাতি এই ব্যাটার। সিরাজের বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হন ৫৭ রান করা স্যান্টনার।
বাঁহাতি এই ব্যাটার আউট হলেও শেষ পর্যন্ত লড়াই করেছেন ব্রেসওয়েল। খেলেছেন ১৪০ রানের দুর্দান্ত ইনিংস। মহেন্দ্র সিং ধোনির পর সাতে নেমে দুটি সেঞ্চুরি করেছেন তিনি। নিউজিল্যান্ডকে ১২ রানে হারানোর দিনে ভারতের চারটি উইকেট নিয়েছেন সিরাজ। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন কুলদীপ ও শার্দুল। একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া।
এর আগে ব্যাটিং করতে নামা ভারতের প্রথম ইনিংসটা নিজের করে নিয়েছেন শুভমান গিল। ভারতের ৩৪৯ রানের পুঁজির দিনে একাই ২০৮ রান ডানহাতি এই ওপেনার। তাতে সতীর্থ ইশান কিশানকে ছাড়িয়ে সর্বকনিষ্ঠ হিসেবে ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন গিল। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মিচেল ও হেনরি শিপলি।