যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘দেশের বাইরের চেয়ে দেশে বাংলাদেশ অনেক ভালো দল’

২০ ঘন্টা আগে
পিসিবি

বাজে শুরুর পর দিলারা আক্তার ও স্বর্ণা আক্তারের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মেয়েরা। তবে তাদের দুজনের বিদায়ে আবারও শঙ্কায় পড়ে টাইগ্রেসরা। শেষ দিকে রাবেয়া খাতুন ও মিষ্টি সাহার ব্যাটে জয় নিশ্চিত করে দিশা বিশ্বাসের দল। যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার সিক্সে জায়গা করে নিলো বাংলাদেশ।


সাউথ আফ্রিকার বেনোনিতে জয়ের জন্য ১০৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ভালো শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি সুমাইয়া আক্তার। অদ্বিতিবা চুদাসামার বলে সাই তন্ময়ীর হাতে ক্যাচ দিয়ে ১০ রানে ফেরেন ডানহাতি এই ব্যাটার।


থিতু হতে পারেননি আরেক ওপেনার আফিয়া প্রত্যাশাও। স্নিগ্ধা পালের বলে মিড উইকেটের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে লিসায়ার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৭ করা এই ব্যাটার। এরপর অবশ্য দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার মিলে জুটি গড়ে তোলেন। তারা দুজনে মিলে যোগ করেন ৩৮ রান। মাত্র ১৪ বলে ২২ রান স্বর্ণা ফিরলে ভাঙে এই জুটি।


promotional_ad

দারুণ ব্যাটিং করা দিলারাও ফেরেন স্বর্ণার বিদায়ের পর। বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার আউট হয়েছেন ১৭ রানে। থিতু হতে পারেননি দিশাও। ১৭ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশের অধিনায়ক। শেষ দিকে রাবেয়া খাতুন ও মিষ্টি সাহা মিলে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। রাবেয়া ১৮ ও মিষ্টি অপরাজিত ছিলেন ১৪ রানে।


আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিব-নাসিরসহ বাংলাদেশের ৯ ক্রিকেটার

৬ জুলাই ২৫
ফাইল ছবি

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় যুক্তরাষ্ট্র। ইনিংসের চতুর্থ ওভারে বাংলাদেশকে উইকেট এনে দেন দিশা। ডানহাতি এই পেসারের গুড লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে আশরাফী অর্থীর হাতে ক্যাচ দেন লিসায়া মুলাপাদি। যুক্তরাষ্ট্রের এই ব্যাটার ফিরেছেন মাত্র ৫ রানে।


এরপর অবশ্য জুটি গড়ে তোলেন দিশা ধিংগ্রা ও স্নিগ্ধা পাল। তারা দুজনে মিলে যোগ করেন ৫৭ রান। ধিংগ্রাকে রান আউট করে তাদের জুটি ভাঙে বাংলাদেশ। দিশার অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করে এক রান নিতে চেয়েছিলেন এই ব্যাটার। স্বর্ণার দারুণ ফিল্ডিংয়ে রান আউটে ফেরেন ২০ রান করা ধিংগ্রা।


পরের বলে আউট হয়েছেন স্নিগ্ধা। দিশার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ২৬ রান বাঁহাতি এই ব্যাটার। এরপর ইশানি ভাগেলা ও গীতিকা কোডাল মিলে যুক্তরাষ্ট্রের রান একশ পার করেন। মারুফা আক্তারের বলে ১৬ রান করা গীতিকা আউট হলেও ইশানি ১৭ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে দুুটি উইকেট নেন অধিনায়ক দিশা।


সংক্ষিপ্ত স্কোর:


যুক্তরাষ্ট্র নারী অনূর্ধ্ব-১৯ দল- ১০৩/৪ (২০ ওভার) (স্নিগ্ধা ২৬, ধিংগ্রা ২০, ইশানি ১৭; দিশা ২/১৩)


বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল- ১০৪/৫ (১৭.৩ ওভার) (স্বর্ণা ২২, রাবেয়া ১৮*, দিলারা ১৭; অদ্বিতিবা ২/১৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball