ওপেনিংয়ে ডাবল সেঞ্চুরি, তবুও মিডল অর্ডারে ইশান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আরো পড়ুন

সেঞ্চুরির পর ফিল্ডিংয়ে রুটের কীর্তি, বুমরাহর পাঁচের পর রাহুলের দৃঢ়তা

৩৩ মিনিট আগে
লর্ডসে ভারতকে আগলে রেখেছেন লোকেশ রাহুল

শ্রীলঙ্কাকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে গেছে ভারত। আসন্ন এই সিরিজ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা সিরিজ শুরু আগেই গণমাধ্যমকে জানান ভারতের অধিনায়ক রোহিত শর্মা।


ভারতীয় দলে এখন অনেক পারফর্মার। কাকে রেখে কাকে খেলাবে ভারত প্রতি সিরিজের আগে এটা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ইশান কিশান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সুযোগ পাননি তিনি।


promotional_ad

নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে মিডল অর্ডারে খেলানোর কথা ভাবছে ভারত। টপ অর্ডারে রোহিত, শুভমান গিল ও বিরাট কোহলি থাকছেন এটা নিশ্চিত। দলের প্রয়োজনে নিচের দিকে ব্যাট করতে দেখা যাচ্ছে লোকেশ রাহুলকেও। এ ক্ষেত্রে কিশানের জায়গা পাওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে।


আরো পড়ুন

ত্রিদেশীয় সিরিজের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণা

১০ জুলাই ২৫
জিম্বাবুয়ে দল

ইনফর্ম এই ব্যাটারকে নিয়ে রোহিত বলেছেন, 'ইশান মিডল অর্ডারে ব্যাটিং করবে। বাংলাদেশের বিপক্ষে দারুণ ইনিংসের পর আমি আশাবাদী সে এই সিরিজেও রান করতে পারবে। আমরা কোনো কিছু নিয়ে সমঝোতা করতে চাই না। আমরা সেরা এগারোজনকেই খেলাতে চাই।'


ভারতের চিন্তার কারণ মূলত ৮ ও ৯ নম্বর পজিশন। এই জায়গাটাকে শক্তিশালী করতে ভারত শার্দুল ঠাকুরকে ভাবনায় রাখছে। সেই সঙ্গে ব্যাটিং বিপর্যয়ে পড়লে ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও শাহবাজ আহমেদরা চাইলে ব্যাট হাতেও দলের হাল ধরতে পারবেন বলে আশাবাদী রোহিত।


তিনি বলেন, 'আমরা সৌভাগ্যবান যে, আমাদের দলে এমন স্পিনাররা রয়েছে যারা অলরাউন্ডার এবং ব্যাট করতে পারে। ওয়াশিংটন, অক্ষর, জাদেজা ও শাহবাজরা গভীরতা দিতে পারবে। যুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের মতো কোয়ালিটি রিস্ট স্পিনাররাও রয়েছে দলে। যাদের কথা ভুললে কিন্তু চলবে না। একাদশ বেঁছে নেয়ার ক্ষেত্রে আমরা দলের চাহিদাকেই সবচেয়ে গুরুত্ব দেব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball