মুশতাকের পদাঙ্ক অনুসরণ করতে পেরে গর্বিত শাদাব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ সফর থেকে ছিটকে যেতে পারেন শাদাব
২ জুলাই ২৫
কাউন্টি দল সাসেক্সের কিংবদন্তি ধরা হয় মুশতাক আহমেদকে। দলটির হয়ে টানা পাঁচ বছর খেলে একশোর বেশি উইকেট শিকার করেছিলেন তিনি। সেই সঙ্গে ২০০৩, ২০০৬ ও ২০০৭ সালে সাসেক্সের কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি।
এবার তারই পদাঙ্ক অনুসরণ করছেন পাকিস্তানের আরেক স্পিনার শাদাব খান। ২০২৩ সালের ভাইটালিটি ব্লাস্টের পুরো আসরের জন্য এই স্পিনারের সঙ্গে চুক্তি করেছে সাসেক্স। শাদাব জানিয়েছেন মুশতাক আহমেদের সাবেক ক্লাবের হয়ে খেলতে পেরে দারুণ আনন্দিত তিনি।

শাদাব বলেন, 'আমি ইংল্যান্ডে খেলতে ভালোবাসি। আমি জানি মুশতাক আহমেদ সাসেক্সের কিংবদন্তি এবং এটা দারুণ সম্মানের যে আমি তার পদাঙ্ক অনুসরণ করছি।'
'সাসেক্সের গর্বের ইতিহাস রয়েছে। আশা করি, এই বছরের ব্লাস্টে আমি আমার সামর্থ্য দেখিয়ে দলকে দারুণ কিছু অর্জন করে দিতে পারব।'
শাদাব এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন বিগ ব্যাশে। অস্ট্রেলিয়ার জনপ্রিয় এই টি-টোয়েন্টি আসরে তিনি হোবার্ট হ্যারিকেনসের হয়ে খেলছেন। এ ছাড়া ভাইটালিটি ব্লাস্টের গত আসরে তাকে ইয়র্কশায়ারের জার্সি গায়ে খেলতে দেখা গিয়েছিল।
শাদাবকে স্বাগত জানিয়ে সাসেক্সের বোলিং কোচ জেমস কার্টলি বলেছেন, 'শাদাবের অভিজ্ঞতা আমাদের মিডল অর্ডারের সামর্থ্য বাড়াবে। সে এমন একজন যে পুরো বিশ্ব জুড়ে খেলেছে এবং সব ধরনের পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। যেটা আমাদের দলকে শুধু সাহায্যই করতে পারে।'