নিজের হাইলাইটস দেখে মনে হয়, ‘কী ব্যাটিং করি!’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘দেশের বাইরের চেয়ে দেশে বাংলাদেশ অনেক ভালো দল’
২০ ঘন্টা আগে
ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে রয়েছে লিটন দাস। গত বছর বাংলাদেশের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। সেই ফর্ম ধরে রেখেছেন চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরেও।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে অল্পের জন্য হাফ সেঞ্চুরি পাননি। করেছিলেন ২২ বলে ৪৪ রান। মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৪২ বলে ৭০ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের নায়ক লিটন।

লিটনের নান্দনিক ব্যাটিংয়ের ভক্ত নন এমন কাউকে পাওয়া বর্তমান সময়ে বেশ দুরূহ। হার্শা ভোগলে থেকে ইয়ান বিশপ প্রত্যেকেই মুগ্ধ হয়েছেন তার ব্যাটিং দেখে। অবশ্য লিটন জানিয়েছেন নিজের ব্যাটিংয়ের হাইলাইটস দেখে তার মনে হয়, ‘কী ব্যাটিং করি!’
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ৫ উইকেটের জয়ের পর লিটন বলেন, '(নিজের ব্যাটিংয়ের হাইলাইটস) দেখি… কিন্তু দেখে মনে হয়, কী ব্যাটিং করি! এটা একেক জনের দৃষ্টিকোণ একেক রকম থাকে। তবে আমার কাছে মনে হয়, আরও ভালো করার সুযোগ আছে।'
লিটনের হাতে রয়েছে বেশ কিছু নান্দনিক শটের পসরা। এর মধ্যে তিনি সবচেয়ে ভালো খেলেন স্ট্রেইট ড্রাইভটাই। সিলেটের বিপক্ষে চতুর্থ ওভারে মাশরাফির করা একটি হাফভলিতে এগিয়ে এসে এক্সট্রা কভার সীমানা দিয়ে চার মারেন লিটন।
পরের বলে কভার দিয়ে মেরেছেন আরেকটি চার। সংবাদ সম্মেলনে উঠে এলো লিটনের সেই শটের কথাও। লিটন জানিয়েছেন এটা তার পছন্দের শটগুলোর মধ্যে একটি। নিজের শট দেখে মাঝে মাঝে নিয়েই বিস্মিত হয়ে যান এই টাইগার ব্যাটার।
তিনি বলেন, 'স্ট্রেইট ড্রাইভটা আমার পছন্দের শট। কিন্তু আমি (সেটা) খেলতে পারি না (হাসি)... সত্য কথা। আমি যখন স্ট্রেইট ড্রাইভ মারি, আমার কাছে খুব ভালো লাগে। অনেক সময় নিজেই বিস্মিত হয়ে যাই যে, আমি এই শটটা মারছি!'