নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে খেলা হচ্ছে না আইয়ারের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সেঞ্চুরির পর ফিল্ডিংয়ে রুটের কীর্তি, বুমরাহর পাঁচের পর রাহুলের দৃঢ়তা
২০ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রেয়াস আইয়ার। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে এই ক্রিকেটার পিঠের চোটে ভুগছেন।
তাকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমীতে (এনসিএ) পুনর্বাসন শুরু করার পরামর্শ দেয়া হয়েছে। এরই মধ্যে আইয়ারের বিকল্প ক্রিকেটার হিসেবে বেছে নেয়া হয়েছে রজত পাতিদারকে।

আগামী ১৮ জানুয়ারি হায়দরাবাদের নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে ভারত। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে ২১ ও ২৪ জানুয়ারি।
ত্রিদেশীয় সিরিজের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণা
১০ জুলাই ২৫
ওয়ানডে সিরিজের পর কিউইদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে ভারতের। সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ২৯ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি।
ভারতের ওয়ানডে সিরিজের দল-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিশান (উইকেটরক্ষক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএস ভারত (উইকেটরক্ষক)। হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রজত পাতিদার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আজমেদ, শার্দুল ঠাকুর, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।