সাউথ আফ্রিকার 'ডেভিড ওয়ার্নার' হবেন ব্রেভিস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ব্রেভিস-প্রিটোরিয়াসদের নিয়ে প্রোটিয়াদের টেস্ট দল ঘোষণা

৮ জুন ২৫
ব্রেভিস ও প্রিটোরিয়াস, সিএসএ

বয়সভিত্তিক পর্যায়ে সামর্থ্যের প্রমাণ দিয়ে সাউথ আফ্রিকা জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন ডেওয়াল্ড ব্রেভিস। মাঝে আইপিএলসহ নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেও আলো ছড়িয়েছেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার। তবে এই তরুণকে শুধু সীমিত ওভারের ক্রিকেটে বেঁধে রাখতে চান না সাউথ আফ্রিকার ক্রিকেট ডিরেক্টর এনোচ এনকোয়ে। তিন ফরম্যাটের জন্য ব্রেভিসকে প্রস্তুত করার পরিকল্পনা সাজিয়েছেন তিনি।


বয়সভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে বিশ্বমঞ্চে পরিচিত পান ব্রেভিস। যুব বিশ্বকাপে দারুণ খেলে ডাক পান আইপিএলেও। এছাড়া নিজ দেশের টি-টোয়েন্টি লিগেও ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের জন্য পরিচিতি রয়েছে বেবি এবির। গেল বছর অক্টোবরে ঘরোয়া লিগে ৫৭ বলে খেলেছিলেন ১৬২ রানের চোখ জুড়ানো এক ইনিংস।


promotional_ad

এখন পর্যন্ত শুধু সীমিত ওভারের ক্রিকেট খেললেও ব্রেভিসকে লাল বলের ক্রিকেটেও দেখতে চান এনকোয়ে। সে জন্য ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রে অস্ট্রেলিয়া যে পথ অনুসরণ করেছিল, ক্রিকেট সাউথ আফ্রিকাও সে পথ অনুসরণের চিন্তায় আছে বলে জানিয়েছেন তিনি।


আরো পড়ুন

সাউথ আফ্রিকা সিরিজ বাদ দিয়ে অ্যাশেজের প্রস্তুতি নেবেন কামিন্স

১ ঘন্টা আগে
ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে পা দেয়ার পূর্বে ওয়ার্নার মাত্র ২০টি সীমিত ওভারের ম্যাচ খেলেছিলেন। এছাড়া লাল বলে মাত্র ১১ ম্যাচের অভিজ্ঞতা ন??য়ে টেস্ট অভিষেক হয়েছিল তার। আর এই ওয়ার্নারই সম্প্রতি সাউথ আফ্রিকার বিপক্ষে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছেন। কিন্তু ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন শুধু সীমিত ওভারের একজন ক্রিকেটার।


ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেকের ২ বছর পর টেস্ট অভিষেক হয় ওয়ার্নারের। তাই ব্রেভিসের জন্য অস্ট্রেলিয়ার পথে হাঁটতে চায় সাউথ আফ্রিকা। এই প্রসঙ্গে এনকোয়ে বলেন, ‘ব্রেভিসকে ঘিরে অনেক বেশি আলোচনা হচ্ছে। আমরা জানি সে কি মানের ক্রিকেটার। সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে সে সেটা দেখিয়েছে, পাশাপাশি ধারাবাহিকও।’


তিনি আরও যোগ করেন, ‘তবে তরুণদের ক্ষেত্রে বাস্তবতাটা একটু ভিন্ন এখন। আমাদের হয়তো তাদের ক্ষেত্রে 'ডেভিড ওয়ার্নার' পন্থা অবলম্বন করতে হবে। যেখানে সে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে থেকে টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে আসবে। এরপর টেস্ট ক্রিকেটেও খেলবে। এটাই আমরা ভবিষ্যতে বাস্তবায়ন করতে চাই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball