লিটনের ব্যাটে কুমিল্লার সহজ জয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
শুরুতে ব্যাটিং করতে নেমে মিডল অর্ডার ব্যর্থায় বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। স্বাগতিকদের দেয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাসের ব্যাটে উড়ন্ত সূচনা পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাঝে কিছুটা ছন্দ পতন হলেও মোহাম্মদ রিজওয়ানের ৩৭ রানের অপরাজিত ইনিংসে ৬ উইকেটের জয় পায় ইমরুল কায়েসের দল।
১৩৬ রানের লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার লিটন কুমার দাস এবং মোহাম্মদ রিজওয়ান। বিশেষ করে লিটন এদিন শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ৪০ রান। যেখানে ৪ বাউন্ডারির পাশাপাশি তিনটি ছক্কা হাঁকিয়েছেন এই ওপেনার।
এরপর ইমরুল কায়েস এবং জনসন চার্লস দ্রুতই সাজঘরে ফেরেন। তবে এক প্রান্ত আগলে রেখে এদিন ব্যাটিং করেছেন মোহাম্মদ রিজওয়ান। তার ৩৭ রানের অপরাজিত ইনিংসে ১৭ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।

এর আগে টস জিতে ব্যাটিং করে চট্টগ্রাম। গত তিন ম্যাচে চট্টগ্রামকে ভালো শুরু এনে দিয়েছিলেন উসমান খান। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এই ওপেনার। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে তানভির ইসলামকে খেলতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। এদিন ৫ বল খেলে ডাক খেয়েছেন এই তরুণ ওপেনার।
প্রথম ওভারেই উসমানকে হারানোর পর আফিফ হোসেন ধ্রুব উইকেটে এসে শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন। ভালো শুরু পেয়েছিলেন আরেক ওপেনার ম্যাক্সওয়েল ডাউডও। এই দুইজনের ব্যাটে পাওয়ারপ্লেতে ৪৫ রান তুলেছে স্বাগতিক দল।
তবে পাওয়ারপ্লের শেষ বলে মুকিদুল ইসলাম মুগ্ধর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন আফিফ। ২১ বলে ২৯ রান করা আফিফ ফেরার পর ম্যাচের মোড় ঘুরে যায়। ম্যাক্সওয়েল ডাউড কাটা পড়েন ২৫ রানে।
এরপর ইরফান শুক্কুর, দারউইস রাসুলি এবং জিয়াউর রহমানের কেউই সুবিধা করতে পারেননি। ৫৫ রানে ৩ উইকেট থেকে ৭৮ রান তুলতেই ৬ উইকেট হারায় চট্টগ্রাম। এরপর শুভাগত হোমের ব্যাটে লড়াই করার মতো পুঁজি পায় তারা।
২৩ বলে অধিনায়কের অপরাজিত ৩৭ রানের সুবাদে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে চট্টগ্রাম। কুমিল্লার হয়ে ২০ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার খুশদিল শাহ।