যেহেতু ভালো ছন্দে আছি, তাই আমার দায়িত্ব আরও বেশি: নাসির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিব-নাসিরসহ বাংলাদেশের ৯ ক্রিকেটার
৬ জুলাই ২৫
ঢাকা ডমিনেটর্স ভালো করতে না পারলেও ব্যাটে-বলে দারুণ ছন্দে রয়েছেন নাসির হোসেন। এক আসর বিরতি দিয়ে বিপিএলে ফেরা অভিজ্ঞ এই অলরাউন্ডার নিজের পারফরম্যান্সে খুশি হলেও আরও উন্নতির সুযোগ দেখছেন। ভালো ছন্দে থাকায় দলের জন্য অবদান রাখতে তার দায়িত্ব আরও বেশি বলে মনে করেন নাসির।
চোটের কারণে বিপিএলের সবশেষ আসরে খেলা হয়নি অভিজ্ঞ এই অলরাউন্ডার। ঘরোয়াতে পারফর্ম করে বিপিএলের এবারের আসরে দল পাওয়া নাসিরকে অধিনায়ক করে ঢাকা। মাঠের বাইরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে লম্বা সময় ধরেই সমালোচনার মুখে ছিলেন নাসির। তবে মাঠের ক্রিকেটে ফিরে নিয়মিত পারফর্ম করছেন তিনি।

বিসিএলের ওয়ানডে সংস্করণের পর বিপিএলেও আলো ছড়াচ্ছেন নাসির। এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৪৯ রান করে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় সাতে রয়েছেন তিনি।। ১২০.১৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করা নাসিরের গড় ৪৯.৬৬। বল হাতেও ছন্দে রয়েছেন এই অলরাউন্ডার।
৪ ম্যাচে ৪ উইকেট নেয়া ডানহাতি এই স্পিনারের ইকনোমি রেট ৭.০৮। যদিও অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দিতে পারছে না নাসির। তবে এবারের বিপিএলে ঢাকার একমাত্র জয় পাওয়ার ম্যাচে নায়ক ছিলেন তিনি। খুলনা টাইগার্সের বিপক্ষে বল হাতে ২ উইকেট নেয়ার সঙ্গে ব্যাটিংয়ে করেছিলেন অপরাজিত ৩৬ রান। সব ছাপিয়ে পরের ম্যাচগুলোতে আরও ভালো করতে চান ছন্দে থাকা এই অলরাউন্ডার।
সংবাদ সম্মেলনে নাসির বলেন, ‘আমি চেষ্টা করি দলের জন্য কিছু না কিছু করার জন্য। আল্লাহর রহমতে মোটামুটি ভালোই খেলছি কিন্তু আরও একটু ভালো করার সুযোগ আছে এবং চেষ্টা করবো পরবর্তী ম্যাচে আরও ভালো খেলার জন্য। টি-টোয়েন্টিতে.. প্রতিদিন সবাই ভালো খেলে না। যেহেতু আমি ভালো ছন্দে আছি, আমার দায়িত্ব আরও বেশি যাতে দলের জন্য আমি আরও অবদান রাখতে পারি। চেষ্টা করবো পরবর্তী ম্যাচগুলোতে আরও ভালো খেলার জন্য।’
বিপিএলে দল পাওয়ার পর নিজেকে কিভাবে প্রস্তুত করেছেন এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘সত্য কথা বলবো? আমার কোনো প্রস্তুতিই ছিল না। আমি সবসময় যেভাবে খেলি এভাবেই খেলি। কিন্তু পারফর্ম হচ্ছে একটা ধারাবাহিকতা। আমি সবসময় বলি একটা টুর্নামেন্টের প্রথম এক-দুইটা ম্যাচ গুরুত্বপূর্ণ। আপনি যদি পারফর্ম করে ফেলেন প্রথম এক-দুইটা ম্যাচে তাহলে টুর্নামেন্টটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে সেই আত্মবিশ্বাস আছে উইকেটে গেলেই আমি ভালো ব্যাটিং করবো। এই আত্মবিশ্বাসটা একদিনে আসেনি, প্রথম দুই-একটা ম্যাচ ভালো খেলার পরই কিন্তু এসেছে।’