আম্পায়ারিংয়ের সমালোচনা করে শাস্তি পেলেন সালাহউদ্দিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
থার্ড আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার জাকের আলী অনিক। এরপর সংবাদ সম্মেলনে এর কড়া সমালোচনা করেছিলেন দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
তিনি বলেছিলেন, 'হাত পা বাঁধা, কিছু বললেই সাসপেন্ড করে দিবে।' নিষিদ্ধ না হলেও এমন মন্তব্যের পর শাস্তির মুখে পড়েছেন সালাহউদ্দিন। তাকে ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
সেই সঙ্গে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে ৩টি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে। রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কোচের বিরুদ্ধে শাস্তির বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ম্যাচ শেষে সালাহউদ্দিনের এই বক্তব্যকে 'আপত্তিকর' বলে অভিযোগ করেছেন মাঠের দুই আম্পায়ার ডেভিড মিলন্স, মোরশেদ আলি খান, টিভি আম্পায়ার তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার মুজাহিদুজ্জামান স্বপন।
শ্রীলঙ্কান বোলারদের থেকেই উইকেট নেয়ার রসদ খুঁজছে বাংলাদেশ
১৮ জুন ২৫
শাস্তি মেনে নেয়ার কুমিল্লার এই কোচের বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তার বিরুদ্ধে এই শাস্তি আরোপ করেছেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। শনিবার জাকের আলীকে রাউন্ড দ্য উইকেট বল করছিলেন বরিশালের বোলার ইফতেখার আহমেদ।
লেগ স্টাম্পের বাইরে পিচ করা বল সরাসরি আঘাত করেছিল জাকেরের প্যাডে। বোলার ও ফিল্ডারদের আবেদনে সাড়া দিয়ে আউট দিয়েছিলেন মাঠের আম্পায়ার। সঙ্গে সঙ্গেই রিভিউ নিয়েছিলেন ব্যাটার। টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বলের প্রায় পুরোটাই পিচ করেছে লেগ স্টাম্পের বাইরে।
যদিও সবাইকে অবাক করে দিয়ে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন টিভি আম্পায়ার তানভীর আহমেদ। ম্যাচ শেষে বিসিবি অবশ্য এক বিবৃতিতে জানায় বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী সঠিক সিদ্ধান্তই নিয়েছেন আম্পায়ার। যদিও এই ব্যাপারে ক্রিকেটার এবং কোচরা আগে থেকে কিছুই জানতেন না।
ম্যাচ শেষে সালাহউদ্দিন হতাশা প্রকাশ করে বলেন, 'এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো আমার মনে হয়। আম্পায়ার যেটা দিয়ে দেবে, সেটা দেওয়াই ভালো। এটা তো একেবারে লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে, এমন না যে...। খালি চোখে যেটা আমরা দেখছি নট আউট, সেটা থার্ড আম্পায়ার আউট দিয়ে দিচ্ছে। কি করতে পারি? আমাদের তো কিছু করার নেই।'