জৌলুস হারায়নি বিপিএল, দাবি ওয়াহাব রিয়াজের
.png)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়মিত মুখ ওয়াহাব রিয়াদ। এর আগে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন এই পাকিস্তানি পেসার। এবার তিনি খেলছেন খুলনা টাইগার্সের হয়ে।
ওয়াহাব বিপিএলের সোনালী দিনেরও সাক্ষী। অবশ্য কয়েক বছর আগের বিপিএলের সঙ্গে এবারের বিপিএলের খুব বেশি পার্থক্য খুঁজে পাচ্ছেন না রিয়াজ। তিনি মনে করেন করোনার কারণেই বিপিএল কিছুটা জৌলুস হারিয়েছে।

তিনি বলেন, ‘আমার মনে হয় গত দুই বছর কোভিড-১৯ পুরো পৃথিবীর ফ্র্যাঞ্চাইজি লিগকেই কঠিন করেছে। আমার মনে হয় বিপিএলের প্রতিদ্বন্দ্বীতা দারুণ, কারণ এখানে ক্রিকেট সহজ নয়। ব্যাটার বা বোলার হিসেবে আসলে কন্ডিশনে জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।'
‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ
২৭ ফেব্রুয়ারি ২৫
রিয়াজ যোগ করেন, 'স্পিনাররা ভালো কাজ করছে, পেসার হিসেবে আপনাকে খুব নিখুঁত হতে হবে পারফর্ম করার জন্য। বিপিএল কিছুই হারায়নি। এটা কেবল দুই বছর সব ফ্র্যাঞ্চাইজি লিগকেই কঠিন করে দিয়েছে। যত বেশি ক্রিকেট হবে, ততই অবস্থা ভালো হবে।’
বিপিএলের এবারের আসরে নেই ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। এর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে অ্যাল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস)। যদিও এর কারণে বিভিন্ন সময় বিতর্কের জন্ম হচ্ছে। রিয়াজ মনে করে এডিআরএস না থাকাই ভালো।
তার ভাষ্য, ‘সত্যি কথা বলতে এডিআরএস সমস্যা তৈরি করছে। আমাদের সঙ্গেও এক ম্যাচে এমন হয়েছিল। যদি আমার পছন্দের কথা বলেন, এডিআরএস না রেখে আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে দেবো। এটা আসলে ব্যাটার ও বোলার দুজনের ক্ষেত্রেই সংশয় তৈরি করে। আম্পায়ারদেরই বিচার করতে ও সেরাটা বেছে নিতে দেওয়া দরকার। ’