বিপিএলে ভালো বিদেশি ক্রিকেটার পাওয়া যাবে না, আগেই জানতো বিসিবি
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১ বছর পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত সিরিজ
৫ জুলাই ২৫
সাউথ আফ্রিকার এসএ২০ এবং সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির কারণে খানিকটা ঢাকা পড়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্ট শুরু হলেও দেখা মিলছে না ভালো মানের বিদেশি ক্রিকেটারের। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, তারা আগে থেকেই জানতেন ভালো মানের বিদেশি ক্রিকেটার না পাওয়ার কথা।
বিপিএলের কয়েকদিন পর মাঠে গড়িয়েছে প্রথমবারের মতো আয়োজন করা এসএ২০ এবং আইএলটি-২০। যেখানে ভালো মানের বিদেশি ক্রিকেটারে ভরপুর। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রাইলি রুশো, রশিদ খান, কাইরন পোলার্ডদের মতো তারকা ক্রিকেটাররা খেলেছেন এই টুর্নামেন্টে। যারা কিনা বেশিরভাগ বিপিএলেই খেলে গেছেন।
এবারের বিপিএলে তারকা ক্রিকেটার বলতে মোহাম্মদ রিজওয়ান, ডেভিড মালান, শোয়েব মালিকরা। যদিও দুই ম্যাচ খেলেই বাংলাদেশ ছেড়েছেন মালান। এদিকে শাহীন শাহ আফ্রিদির আসার কথা থাকলেও চোটের কারণে এখনও দেখা মিলেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজ শেষ হওয়ায় কয়েকদিনের মাঝে বিপিএলে দেখা যেতে পারে হারিস রউফ-নাসিম শাহদের।

যদিও আগের বিপিএলের সঙ্গে মেলালে তারকা ক্রিকেটারের তালিকায় দুই-তিনজনের বাইরে তেমন কেউ নেই। বেশিরভাগ দলেই খেলছেন বিভিন্ন দেশের ঘরোয়ার আনকোড়া ক্রিকেটাররা। ভালো বিদেশি ক্রিকেটার না পেলেও বিপিএলে চালিয়ে যেতে প্রত্যয়ী ছিল বিসিবি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান।
এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘দেখুন, বিপিএলের কতগুলো চ্যালেঞ্জ ছিল। এটা কিন্তু ৬-৭ মাস আগে থেকে বোর্ড থেকে বলা হচ্ছিলো, এবার যে সময়ে আমাদের টুর্নামেন্ট হবে সেসময় কিন্তু আরও টুর্নামেন্ট হচ্ছে বাইরে। বিশেষ করে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি হচ্ছে দুবাইতে। এখানে (আইএলটি২০) দেখেন বেশিরভাগ, ৯০ শতাংশ ক্রিকেটার যারা নাকি আমাদের বিপিএলে খেলতো তারা সেখানে খেলছে। তার মানে বড় একটা অংশ সেখানে খেলছে বলে আমরা খুব বেশি বিদেশি পাচ্ছি না।’
‘আমরা কিন্তু এটা আগে থেকেই জানতে পেরেছিলাম এখানে হয়তো ওইধরনের খেলোয়াড় পাবো না। এমনও হতে পারতো আমরা বিপিএলটা নাও করতে পারতাম। কিন্তু আমরা এটা চালিয়ে যেতে চাচ্ছি। যেন কোনো গ্যাপ না থাকে সেজন্য আমরা টুর্নামেন্ট করছি আমরা জানি এই সময় ক্রিকেটার পাবো না, মানে আন্তর্জাতিক মানের। এটা একটা চ্যালেঞ্জ ছিল আপনাদের আগেই জানানো হয়েছিল। বাকি যেগুলো সমস্যা ছিল সেগুলোও কিন্তু এই কারণেই। এগুলো কিন্তু আমরা আগে থেকেই বলে আসছিলাম।’
বিপিএল নিয়ে সমালোচনা থাকলেও মাঠের ক্রিকেটে বেশি খুশি বিসিবি। প্রতিবারের মতো উইকেট নিয়ে সমালোচনা হলেও এবার সন্তুষ্টি প্রকাশ করেছেন সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা। তৌহিদ হৃদয়-জাকির হোসেন ও নাজমুল হোসেন শান্তরা ব্যাট হাতে রান পাওয়ায় বেশ খুশি বিসিবির এই কর্মকর্তা।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারপরও টুর্নামেন্টটা কিন্তু ভালো হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দেখছি যে আমাদের স্থানীয় ছেলেরা রান করছে ভালো। আমরা যেটা চাইছিলাম যে আমাদের খেলোয়াড়েরা রান করুক এবং সেটিই হচ্ছে।’