সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে বরিশালের আরেকটি জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিপিএলের জন্য ৬ বিদেশিকে দলে নিয়েছে বরিশাল

২৯ জুন ২৫
দলের সঙ্গে বরিশালের বিদেশি ক্রিকেটার জেমস ফুলার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে পাওয়া এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেল বরিশাল। এটাই বরিশালের টানা তৃতীয় জয়। অপরদিকে এ নিয়ে টানা তিন ম্যাচ হারল কুমিল্লা।


১৭৮ রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয়েছিল কুমিল্লার। লিটন দাস এবং মোহাম্মদ রিজওয়ান উদ্বোধনী জুটিতে তোলেন ৪২ রান। ষষ্ঠ ওভারে কামরুল ইসলাম রাব্বির শিকার হয়ে ফিরে যান রিজওয়ান।


পাকিস্তানের এই উইকেটরক্ষকের ব্যাটে আসে ১১ বলে ১৮ রানের ইনিংস। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কুমিল্লা। একশ রানের মধ্যে লিটন (৩২), ইমরুল কায়েস (২৮), চ্যাডউইক ওয়ালটন (১৪) ও জাকের আলীর (০) উইকেট হারায় তারা।


তারপর ৫৪ রানের জুটি গড়েন খুশদিল শাহ ও মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেকের ব্যাটে আসে ১৯ বলে ২৭ রান। খুশদিল করেন ২৭ বলে অপরাজিত ৪৩ রান। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৬৫ রান তুলে থামে কুমিল্লা।


promotional_ad

বরিশালের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন সাকিব, চাতুরাঙ্গা ডি সিলভা, রাব্বি, ইফতিখার আহমেদ এবং করিম জানাত।


এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। চতুর্থ ওভারেই ওপেনার মেহেদী হাসান মিরাজের উইকেট হারায় তারা। ৯ বলে ৬ রান করে তানভির ইসলামের বলে লিটন দাসকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।


দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারানোর পর ৭২ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়েছে বরিশাল। ১২ বলে ২১ রানের ক্যামিও খেলে নাঈম হাসানের বলে ফিরে যান দলটির শ্রীলঙ্কান রিক্রুট চাতুরাঙ্গা ডি সিলভা।


এর দুই ওভার পর ফিরে যান এনামুল হক বিজয়ও। ২০ বলে ২০ রান করে ফিরে যান এই ওপেনার। তারপর সাকিব ও ইব্রাহিম জাদরানের ব্যাটে পথ খুঁজে পায় বরিশাল। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন সাকিব ও ইব্রাহিম।


চটজলদি ৫০ রানের জুটি গড়েন এই দুজন। তারপর তানভিরের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে মাঠ ছাড়েন ইব্রাহিম। আফগান এই ব্যাটারের ব্যাটে আসে ২০ বলে ২৭ রান।


ইব্রাহিম ফেরার পর আরও জোরালো হয় সাকিবের আগ্রাসন। দারুণ ব্যাটিংয়ে ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। এরপরও নাঈম-মোসাদ্দেকদের বলে ছক্কা হাঁকাতে থাকেন সাকিব।


৮ বলে ৫ রান করে তানভিরের তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে তাকে সঙ্গ দিচ্ছিলেন ইফতিখার আহমেদ। এর পরের বলে গোল্ডেন ডাক হাঁকিয়ে বিদায় নেন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষপর্যন্ত ৪৫ বলে ৮১ রানে অপরাজিত থাকেন সাকিব। ইনিংসে ছিল চারটি ছক্কা ও আটটি চারের মার।


সংক্ষিপ্ত স্কোর-


ফরচুন বরিশাল- ১৭৭/৬ (২০ ওভার) (সাকিব ৮১*, ইব্রাহিম ২৭; তানভির ৪/৩৩)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ১৬৫/৭ (২০ ওভার) (খুশদিল ৪৩*, লিটন ৩২, ইমরুল ২৮; সাকিব ১/১১, করিম ১/১৯)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball