ভারতের টেস্ট দলে চমক সূর্যকুমার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সেঞ্চুরির পর ফিল্ডিংয়ে রুটের কীর্তি, বুমরাহর পাঁচের পর রাহুলের দৃঢ়তা

৫ ঘন্টা আগে
লর্ডসে ভারতকে আগলে রেখেছেন লোকেশ রাহুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতীয় দলে সবচেয়ে বড় চমক সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে পারফর্ম করে টেস্ট দলেও জায়গা করে নিয়েছেন এই তারকা ব্যাটার। এর আগে ভারতের হয়ে সাদা পোশাকে খেলার সুযোগ হয়নি তার।


অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ ৪ ম্যাচের হলেও প্রথম দুই ম্যাচের জন্য এই স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। গত মাসের শেষদিকে গাড়ি দূর্ঘটনার শিকার হওয়া ঋষভ পান্ত অবধারিতভাবেই ছিটকে গেছেন। ফলে ভারতের মূল উইকেটরক্ষক হিসেবে দলে জায়গা পেয়েছেন ইশান কিশান।


আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বোর্ডার গাভাস্কার ট্রফি। এই সিরিজেও ফিরতে পারছেন দীর্ঘদিন ধরে ইনজুরিতে থাকা পেসার জসপ্রিত বুমরাহ। অন্তত প্রথম দুই ম্যাচে তাকে দেখা যাচ্ছে না সেটা নিশ্চিত হয়ে গেছে স্কোয়াড ঘোষণার পরই।


promotional_ad

দলে রাখা হয়েছে চোট কাটিয়ে ফেরা রবীন্দ্র জাদেজাকে। তবে মাঠে নামার আগে বিসিসিআইয়ের মেডিক্যাল বিভাগের ছাড়পত্র পেতে হবে তাকে। ফিটনেস ম্যাচ খেলার মতো হলেও মাঠে নামার অনুমতি পাবেন এই অলরাউন্ডার। ২০২২ সালের আগস্ট থেকেই মাঠের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার।


আরো পড়ুন

আগস্ট পর্যন্ত মাঠের বাইরে সূর্যকুমার, করাতে হচ্ছে অস্ত্রোপচার

১৮ জুন ২৫
ভারতের অনুশীলন জার্সিতে সূর্যকুমার যাদব

এরপর কোনো প্রতিযোগীতামূলক ম্যাচেও তাকে দেখা যায়নি। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলা হয়নি রোহিত শর্মার। আঙুলের চোটের কারণে ছিটকে গিয়েছিলেন তিনি। তার সঙ্গে দলে ফিরেছেন তারকা পেসার মোহাম্মদ শামিও।


দলে জায়গা ধরে রেখেছেন জয়দেব উনাদকাট ও উমেশ যাদবের মতো অভিজ্ঞ দুই পেসার। যদিও অজিদের বিপক্ষে শামি ও মোহাম্মদ সিরাজকে নিয়েই নিজেদের পেস বোলিংয়ের আক্রমণভাগ সাজাতে পারে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের বিকল্প নেই ভারতের। শুধু সিরিজ জিতলেই হবে না। ব্যবধান রাখতে হবে অন্তত ৩-১ এর। 


ভারতের টেস্ট স্কোয়াড-


রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, শ্রেয়াস আইয়ার, কেএস ভারত, ইশান কিশান, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা*, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও সূর্যকুমার যাদব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball