বিপিএলের উইকেট নিয়ে বিজয়ের স্বস্তি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অনেক নেতিবাচক সমালোচনার ভিড়েও আলোচনায় বিপিএলের এবারের আসরের উইকেট। মূলত আগের বেশ কয়েকটি আসরে লো স্কোরিং ম্যাচ দেখতে দেখতে ক্লান্ত ছিলেন দর্শকরা। কিন্তু এবারের আসরের শুরু থেকেই দুই একটি ম্যাচ বাদে সব কটিতেই বড় রান হয়েছে।


ক্রিকেটাররাও এই টুর্নামেন্টের উইকেট নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। বিশেষ করে মিরপুরের উইকেট নিয়মিত বড় স্কোর ক্রিকেটারদের বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। ফরচুন বরিশালের ওপেনার এনামুল হক বিজয় ঢাকা ও চট্টগ্রামের উইকেটের প্রশংসা করেছেন।


promotional_ad

তিনি মনে করেন মিরপুরে খেলা হলে অনেক ক্রিকেটারই বিভ্রান্তিতে ভোগেন উইকেট কেমন হবে, ব্যাটে রান আসবে কিনা। এবারের বিপিএলে এমন চিন্তা করতে হচ্ছে না। ফলে ব্যাটাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারছেন।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জয়ের পর বিজয় বলেছেন, 'মিরপুরে যখন ব্যাটাররা ব্যাটিং করে, ব্যাক অব মাইন্ডে এটা থাকে যে উইকেটটা কেমন হবে। ভেতরে একটা টেনশন কাজ করে উইকেট ভালো হবে নাকি খারাপ হবে। খেলার পরে আমরা বুঝতে পারি উইকেট ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। চট্টগ্রামে কিন্তু আমরা ব্যাটাররা জানি যে রান হবে। আমাদের নেগিটিভ জিনিসগুলো কম কাজ করে।'


নিজের অভিজ্ঞতা থেকেই বিজয় বলেছেন, 'আমার মনে হয় এতোদিন ধরে যেহেতু ক্রিকেট খেলছি এটা একটা বাড়তি মনোসংযোগের কারণে হয়তো আমরা এখানে আরও ভালো ক্রিকেট খেলি। ওইখানে হয়তো একটু হতাশার মধ্যে থাকি কি হবে না হবে। এই বিভ্রান্তিটা তৈরি হয়। তা ছাড়া আমার মনে হয় দুটি উইকেটই ভালো ছিল। প্রথম পর্বে দেখলাম মিরপুরে ভালো উইকেট ছিল। এখানেও ভালো উইকেট। তুলনামূলক এবারের বিপিএলের উইকেটগুলো অনেক ভালো।'


রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে বলের আঘাতে চোখের নিচে চোট পেয়েছিলেন বিজয়। সেখানে ১১টি সেলাই লেগেছে। বিজয় জানিয়েছেন ১১ সেলাই নিয়েও ভালো আছেন তিনি। বিজয় বলেন, 'এখানে তো বল লেগেছে দেখেছেন। ১১টি সেলাই পড়েছে। ঠিক আছে। ছোটো ছোটো সেলাই। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। চোখে কোনো সমস্যা হচ্ছে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball