বিপিএলকে তরুণদের আইপিএলে যাওয়ার সিঁড়ি হিসেবে দেখছেন রস উড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনায় বেশি আলোচিত হচ্ছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আয়োজন নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন তুলেছেন অনেক ক্রিকেটারও। এতসব সমালোচনার পরও বিপিএলে ইতিবাচকতা খুঁজে নিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ জুলিয়ান রস উড।
উড মূলত পরিচিত একজন পাওয়ার হিটিং কোচ হিসেবে। বিপিএলের গত আসরে এই দায়িত্ব দিয়েই তাকে বাংলাদেশে আনে সিলেট সানরাইজার্স। অবশ্য এর আগ?? তিনি কাজ করেছেন বিগ ব্যাশ ও পিএসএলেও। বিপিএলের পর আইপিএল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের হয়েও কাজ করার অভিজ্ঞতা হয়েছে উডের।

তবে এবার বিপিএলে তাকে দেখা যাচ্ছে ভিন্ন ভূমিকায়। এবার তিনি এসেছেন প্রধান কোচ হয়ে। বিশ্বের নানান ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি বিপিএলকে তুলনা করেছেন। তার মতে, বিপিএলে কাজের পরিবেশ অন্য যে কোনো টুর্নামেন্টের চেয়ে অস্থিতিশীল। তাই এখানে কাজ করার চ্যালেঞ্জও বেশি।
উড বলেন, 'আমার মতে আইপিএল সবকিছুর চূড়ায়। এটা অসাধারণ। সেখানে যে মানের ক্রিকেট হয় তা অবিশ্বাস্য। ওখানের সংশ্লিষ্টরা অনেক মানসম্পন্ন। সেদিক থেকে বিপিএল হলো ভিত গড়ার মতো। যে কোনো তরুণ ক্রিকেটারের জন্য আইপিএল পর্যন্ত যাওয়ার পথে এটি সিঁড়ির মতো। যদি এখানে ভালো করে তাহলে... যেমন গত বছর (চট্টগ্রামের হয়ে) বেনি হাওয়েল ভালো করেছিল। এরপর সে পিএসএল খেলতে যায়, আইপিএলেও দল পায়। পাঞ্জাবের হয়ে যদিও ম্যাচ খেলতে পারেনি, তবে সেখানে ছিল।'
বিপিএলে কাজ করা বেশ চ্যালেঞ্জিং মনে করছেন উড। সেটা ক্রিকেটার হোক কিংবা কোচিং প্যানেলের কোনো সদস্য। তবে এমন পরিবেশেও নিজেকে মানিয়ে নিয়ে সেরাটা দিতে পারলে সেটা তার জন্যই ভালো। কারণ এতে যেকোনো জায়গায় মানিয়ে নেয়ার মতো সামর্থ্য তৈরি হয়।
উড বলেন, 'এটি (বিপিএল) তাই দারুণ মঞ্চ। আমার মতে, যেভাবে বিপিএল পরিচালিত হয়, এই পরিবেশে কাজ করতে পারলে… কারণটা হল, এখানে সবকিছু অস্থির, সব জায়গায় দর্শক-ভক্তের সমাগম। এর মধ্যেও আপনাকে নিজের কাজ করে যেতে হবে। কোচ বা খেলোয়াড় হিসেবে যদি এই পরিবেশে কাজ করতে পারেন, তাহলে বিশ্বের যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। তো আমার মতে, আইপিএলসহ অন্যান্য লিগ খেলার জন্য তরুণ খেলোয়াড়দের দারুণ মঞ্চ এটি।'