'শোয়েবের অভিজ্ঞতা তরুণদের জন্য বাড়তি পাওয়া'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও
২২ মে ২৫
লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত ছিলেন শোয়েব মালিক। একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেছেন দাপটের সঙ্গে। সবমিলিয়ে বর্তমান সময়ের অন্যতম অভিজ্ঞ একজন ক্রিকেটার এই পাকিস্তানি অলরাউন্ডার। তার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারা রংপুর রাইডার্সের তরুণ ক্রিকেটারদের জন্য বাড়তি পাওয়া বলে মনে করেন রাকিবুল হাসান।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুরের হয়ে খেলছেন রাকিবুল। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই তরুণ স্পিনার রাইডার্স ডেরায় সতীর্থ হিসেবে পেয়েছেন শোয়েবের মতো অভিজ্ঞ একজন স্পিনারকে। তাই তার থেকে শেখার সুযোগ হাতছাড়া করছেন না তিনি।

রাকিবুল ছাড়াও হাসান মুরাদ, শামিম পাটোয়ারীদের মতো তরুণরাও আছেন এই দলে। তাদের জন্য অনুপ্রেরণা কিংবা শেখার জায়গা হতে পারেন অভিজ্ঞ ক্রিকেটাররা। বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে এটা তরুণদের জন্য বাড়তি পাওয়া।
মোমেন্টাম পেয়ে গিয়েছি, পুরো আসরেই দল হিসেবে খেলব: সোহান
১১ জুলাই ২৫
তিনি, 'আসলে তিনি (শোয়েব) অনেক বড় খেলোয়াড়। অনেক টি-টোয়েন্টি খেলেছে, অনেক রান করেছে। আমরা সবাই চেষ্টা করছি তার থেকে যত বেশি শেখা যায়। উনিও আমাদের সাহায্য করছে। আমরা চেষ্টা করছি শেখার, মাঠে ভালো খেলার, নিজের সেরাটা দেয়ার… তো বিষয়টা ভালোই।
শোয়েব ছাড়াও আরও বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন রংপুরের দলে। সিকান্দার রাজা-বেনি হাওয়েলরা বিশ্বজুড়েই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ান। সবমিলিয়ে প্রচুর টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাদের ঝুলিতে।
রাকিবুল বলেন, 'আলহামদুলিল্লাহ রংপুরের মতো দলে খেলছি। শোয়েব মালিক, সিকান্দার রাজা, বেনি হাওয়েল ছিল, তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করছি, অভিজ্ঞতা নিচ্ছি, শিখছি। ইনশাআল্লাহ সামনে যে খেলা আছে চেষ্টা করবো শেখার, ভালো খেলার।'