পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান মুনিম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আমরা মাঠে খারাপ খেলছি বলেই সুজন স্যারকে হারতে হচ্ছে: মুনিম
১১ জানুয়ারি ২৫
বিপিএলে মারকাটারি ব্যাটিংয়ে আলো ছড়ানোয় জাতীয় দলের দরজা খুলেছিল মুনিম শাহরিয়ারের। কয়েক ম্যাচে সুযোগ পেলেও প্রত্যাশা মেটাতে পারেননি এই ব্যাটার। তাতেই জাতীয় দল থেকে জায়গা হারান মুনিম। আবারও জাতীয় দলে ফেরানোর জন্য আপাতত ভালো পারফরম্যান্সের অপেক্ষায় ডানহাতি এই ব্যাটার।
ফরচুন বরিশালের জার্সিতে বিপিএলের সবশেষ আসরে অভিষেক হয়েছিল মুনিমের। ভয়ডরহীন ব্যাটিংয়ে শুরু থেকেই আলোচনায় ছিলেন এই ব্যাটার। পুরো আসরে বরিশালের হয়ে ৬ ম্যাচে করেছিলেন ১৭৮ রান। যেখানে এই ব্যাটারের স্ট্রাইক রেট ছিল ১৫২.১৩ স্ট্রাইক রেটে। ডিপিএলেও টি-টোয়েন্টি ঘরানার ব্যাটিংয়ের ছাপ রেখেছিলেন মুনিম।

এমন পারফরম্যান্সে তাই জাতীয় দলে ডাক পড়ে তার। যদিও বাংলাদেশের হয়ে ভালো করতে পারেননি তিনি। বাদ পড়ার আগে ৫ ম্যাচে মাত্র ৩৪ রান করেছেন মুনিম। ৭২.৩৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করা মুনিমের গড় মাত্র ৬.৮০। জাতীয় দলে ফিরতে আবারও পারফর্ম করতে মরিয়া তিনি।
ইমপ্যাক্ট নয়, কে কত রান করেছে মানুষ এটাই দেখে: অঙ্কন
১৮ ফেব্রুয়ারি ২৫
এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মুনিম বলেন, ‘সবশেষ বিপিএলে আলহামদুলিল্লাহ ভালো খেলেছি বলে আল্লাহ আমাকে জাতীয় দলে সুযোগ পাইয়েছে। কিন্তু প্রথম ম্যাচটা হয়নি হয়তোবা আর পরের ম্যাচটা খেলেনি আমার হাত ফেটে গিয়েছিল এই কারণে। আশা করতেছি সামনে সুযোগ আসবে আবার মেলে ধরতে পারবো।’
‘জাতীয় দলে ঢোকার তো পরিকল্পনা আছেই , চিন্তা বা ইচ্ছে আছে বলতে পারেন। কিন্তু সেটা উপরওয়ালা জানে এবং আমার পারফরম্যান্স বলে দেবে।’
বিপিএলের এবারের আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন মুনিম। প্রথম ম্যাচে সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেননি তিনি। হাতে চোট পাওয়ায় খেলা হয়নি পরের ম্যাচেও। এদিকে এখন পর্যন্ত দুই ম্যাচ খেললেও কোনো জয় পায়নি খুলনা। তবে দ্রুতই তারা ঘুরে দাঁড়াবে বলে জানিয়েছেন মুনিম।
তিনি বলেন, ‘আমরা সবশেষ দুটি ম্যাচে জিততে পারিনি। তো দলের অবস্থা আমরা চেষ্টা করতেছি আবার ফিরে আসার। দেখা যাক, চট্টগ্রামে নতুন মাঠ, উইকেট, পরিবেশ। কালকে ইনশাআল্লাহ জয়ের জন্যই নামবো আমরা।’