promotional_ad

বাংলাদেশ নয়, ইংল্যান্ডের হয়ে খেলতে চান রবিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

১৭ ঘন্টা আগে
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। কিন্তু রবিন দাসের শরীরে বইছে বাংলাদেশের রক্ত। তার পৈতৃক নিবাস সিলেটের সুনামগঞ্জে। ফলে বাংলাদেশের সঙ্গে নাড়ির টান রয়েছে ইংল্যান্ডের এই তরুণ ক্রিকেটারের। এবারের বিপিএলে তিনি ঢাকা ডমিনেটরসের স্কোয়াডে আছেন।


তার দল এক ম্যাচে খেলে ফেললেও রবিনের এখনও মাঠে নামা হয়নি। তবে মাঠে নামতে তর সইছে না এই ইংলিশ ক্রিকেটারের। এদিকে বাংলাদেশের খেলা নিয়মিত অনুসরণ করলেও এই দেশের হয়ে খেলার কোনো ইচ্ছে নেই রবিনের। তার স্বপ্ন ইংল্যান্ডের হয়ে মাঠে নামা।


promotional_ad

সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ঢাকা ডমিনেটরসের এই ক্রিকেটার বলেন, 'আমি বাংলাদেশের ক্রিকেট অনুসরণ করি। অনেক ম্যাচ দেখেছি। কিন্তু ওই দেশে (ইংল্যান্ডে) বেড়ে উঠেছি। এসেক্সের হয়ে কাউন্টিতে খেলছি। আমার মনে হয়েছে ভবিষ্যতে সম্ভব হলে এই দেশের (ইংল্যান্ডের) হয়েই খেলা দরকার।'


বিপিএলের একটি পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে। সুযোগ পেলে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে চান রবিন। এ প্রসঙ্গে খোলাসা করে তিনি বলেন, 'অবশ্যই যাবো, যখন দলের সঙ্গে সিলেটে যাবো। তখন পরিবার ও আত্মীয়-স্বজনকে দেখতে যাওয়ার ইচ্ছে আছে। আমি যাবো আত্মীয়দের দেখতে। সিলেটে গিয়ে আমার বাবার জেলায় খেলা অনেক বড় ব্যাপার হবে।'


বাংলাদেশে নেমেই আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন রবিন। নিজের বাবা-মায়ের কথা বলতে গিয়ে রবিন জানান, 'উনারা খুবই রোমাঞ্চিত। শুধু আমার বাবা-মা-ভাই-বোনই না, বাংলাদেশ ও সিলেটের সবাইও খুশি। তারা আমাকে বিমানবন্দরে আমাকে অভ্যর্থনা জানাতে গিয়েছিল। আমাকে বাংলাদেশে দেখে খুবই খুশি হয়েছে।'


রবিন বাংলাদেশের দর্শকদের প্রথম নজরে আসেন গত বছরের জুনে। সেবার ইংল্যান্ডের বাড়তি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি। ম্যাথু পটসের বদলি হিসেবে ফিল্ডিংয়ে নেমে হয়েছিলেন ইতিহাসের সাক্ষীও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball