বৃষ্টি-হার্মার-এরউয়ের নৈপুণ্যে সিডনি টেস্ট ড্র

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না জনসন-হ্যাজেলউডের

৬ ঘন্টা আগে
স্পেন্সার জনসন ও জশ হ্যাজেলউড

সিডনি টেস্টের প্রথম কয়েক দিনে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত জিততে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে সাইমন হার্মারের পর দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকার হয়ে ড্র নিশ্চিত করেছেন ওপেনার সারেল এরউয়ে। প্রথম ইনিংসে ২৫৫ রানে অলআউট হয়ে ফলোঅনে নেমে দুই উইকেটে ১০৬ রান তোলে প্রোটিয়ারা। আর তাতেই ড্র হয় সিডনি টেস্ট।


এই টেস্টের প্রত্যেক দিনই বৃষ্টির বাগড়ায় পরে দুই দল। ম্যাচের তৃতীয় দিনের পুরোটাই ভেসে গেছে বৃষ্টির কারণে। এতে ক্ষতি হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়ারই। কেননা বাকি দুই দিনের প্রায় ৫ সেশন লড়াই চালিয়ে ড্র নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা।


প্রথম ইনিংসে ছয় উইকেটে ১৪৯ রান নিয়ে শেষ দিন শুরু করে ডিন এলগারের দল। এ দিনের শুরু ভাগেই ৭৮ বলে ১১ রান করা মার্কো জানসেনের উইকেট হারায় তারা। তারপর ৮৫ রানের জুটি গড়েন আগের দিন থেকে অপরাজিত থাকা হার্মার ও কেশভ মহারাজ।


এই জুটিতে ৮১ বলে ৫৩ রান করেন মহারাজ। অপরদিকে দাঁড়ানো হার্মার শেষপর্যন্ত করেন ১৬৫ বলে ৪৭ রান। অস্ট্রেলিয়ার হয়ে ৪৮ রান খরচায় চার উইকেট নেন জস হ্যাজেলউড। তিনটি উইকেট নেন প্যাট কামিন্স।


promotional_ad

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে নেমে নবম ওভারে এলগারের উইকেট হারায় প্রোটিয়ারা। ২৫ বলে ১০ রান করে কামিন্সের বলে ফিরে যান এলগার। তারপর ২৭ ওভারের সময় ফিরে যান হ্যানরিক ক্ল্যাসেনও।


আরো পড়ুন

সাউথ আফ্রিকা সিরিজ বাদ দিয়ে অ্যাশেজের প্রস্তুতি নেবেন কামিন্স

৯ ঘন্টা আগে
ফাইল ছবি

ফেরার আগে ৬১ বলে ৩৫ রান করেন তিনি। বাকি সময়টা আর কোনও বিপত্তি ঘটতে দেননি এরউয়ে এবং টেম্বা বাভুমা। এরউয়ে ১২৫ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। বাভুমা করেন ৪২ বলে অপরাজিত ১৭ রান।


প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচটি ড্র হওয়ায় সিরিজ ২-০ ব্যবধানে শেষ করেছে স্বাগতিকরা।


সংক্ষিপ্ত স্কোর-


অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ৪৭৫/৪ (১৩১ ওভার) (ডিক্লেয়ার) (খাওয়াজা ১৯৫*, ল্যাবুশেন ৭৯, স্মিথ ১০৪, হেড ৭০; নরকিয়া ২/৫৫)।


সাউথ আফ্রিকা (প্রথম ইনিংস)- ২৫৫/১০ (১০৮ ওভার) (মহারাজ ৫৩, হার্মার ৪৭; হ্যাজেলউড ৪/৪৮, কামিন্স ৩/৬০)।


সাউথ আফ্রিকা (দ্বিতীয় ইনিংস)- ১০৬/২ (৪১.৫ ওভার) (ফলোঅন) (এরউয়ে ৪২*, ক্ল্যাসেন ৩৫; হ্যাজেলউড ১/৯)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball