বাংলাদেশের টেস্ট ইতিহাসে সেরা অবস্থানে লিটন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাইফউদ্দিনকে দলে নেয়ার ব্যাখ্যা দিলেন লিটন

৯ জুলাই ২৫
অনুশীলনে সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

কোনো ম্যাচ না খেলেও টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন দাসের। আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১১ নম্বরে ওঠে এসেছে এই ডানহাতি ব্যাটার। যা বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে কোনো ব্যাটারের সর্বোচ্চ অবস্থান।


লিটন ছাড়া বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল তামিম ইকবালের ১৪। গত বছরের মার্চে প্রথমবারের মতো ১২তম স্থানে উঠে আসেন লিটন। সেটাও ছিল রেকর্ড। মাঝে পিছিয়ে গেলেও বছরও শেষ করেন একই স্থানে। তবে নতুন বছরের শুরুতেই উঠে এসেছেন সেরা দশের খুব কাছে। 


promotional_ad

গত বছরের পুরোটা সময় ছন্দে থাকলেও ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি লিটন। তবে ঢাকা টেস্টে দারুণ এক হাফ সেঞ্চুরিতে বছর শেষ করেছিলেন তিনি। তাতে দ্বিতীয়বারের মতো মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১২ নম্বরে জায়গা করে নিয়েছিলেন লিটন।


আরো পড়ুন

ভারত না এলেও এসিসি সভা ঢাকাতেই

২ ঘন্টা আগে
এসিসি সভায় জয় শাহ ও অন্যরা

সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে লিটন দাসের সেরা বছর ছিল ২০২২। তিন সংস্করণের ক্রিকেটে করেছেন ১৯২১ রান, যার মধ্যে ১০ টেস্টে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে করেন ৮০০ রান।


বছরজুড়ে দারুণ পারফরম্যান্সের ছাপ পড়ে র‍্যাঙ্কিংয়ে, বছর শেষ করেন র‍্যাঙ্কিংয়ের ১২তম অবস্থানে থেকে। নতুন বছরের প্রথম সপ্তাহে আরও একধাপ এগিয়েছেন লিটন। টেস্ট ব্যাটারদের মধ্যে বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার এখন ১১তম।


মূলত উসমান খাজা পিছিয়ে যাওয়ায়  আইসিসির হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন। গত বছরের শেষে র‍্যাঙ্কিংয়ে খাজা ছিলেন ১০ নম্বরে। রেটিং ছিল ৭১৯।


তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলবোর্ন টেস্টে মাত্র ১ রান করায় হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে তিনি পিছিয়ে পড়েন। ৭০০ রেটিংয়ে দুই ধাপ পিছিয়ে খাজা নেমে গেছেন ১২তম স্থানে। যে কারণে ৭০২ রেটিংধারী লিটন এগিয়েছেন এক ধাপ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball