|| ডেস্ক রিপোর্ট ||
২০০৮ সালে পর্দা উঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। এরপর সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তার তুঙ্গে উঠে এসেছে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। অথচ উল্টোটা ঘটেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্ষেত্রে। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সময়ের সঙ্গে সঙ্গে জৌলুস হারাচ্ছে। বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সঙ্গে প্রতিদ্বন্দীতায় কেবলই নিচের দিকে যাচ্ছে বিপিএল, এমনটাই মনে করেন খালেদ মাহমুদ সুজন।
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর সাফল্যের কারণে বদলে গেছে আন্তর্জাতিক ক্রিকেটের দৃশ্যপট। মাঠের ক্রিকেটের দাপটে প্রচুর দর্শক টানতে পেরেছে টুর্নামেন্টগুলো। যেখানে একেবারে সবার উপরে ভারতের আইপিএল। সময় যত বেড়েছে টুর্নামেন্টটির জনপ্রিয়তা ততই তুঙ্গে উঠেছে।
আরো পড়ুন
জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন
১৬ মার্চ ২৫
আইপিএলের ভাবনা থেকে বিপিএল চালু করা হলেও সেভাবে দেশের ক্রিকেটে প্রভাব ফেলতে পারেনি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। টি-টোয়েন্টি ক্রিকেট মানেই যেন চার-ছক্কার ছড়াছড়ি। ব্যাটসম্যানদের কল্যাণে রানের ফোয়ারা, নাভিশ্বাস উঠে বোলারদের।
সেখানে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে আরও একটু বেশি এগিয়ে। কারণ টুর্নামেন্টগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই বানানো হয় ব্যাটিং বান্ধব পিচ। যাতে করে অনায়াসে ব্যাটসম্যানরা রান তুলতে পারেন। যেখানে ঢের পিছিয়ে বিপিএল।
আরো পড়ুন
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শুরু হওয়া মানেই ভেন্যু না বাড়ানো, মানসম্মত আন্তর্জতিক ক্রিকেটারের অভাব, দর্শককে টানার মতো উপকরণ না থাকা, টেলিভিশন সম্প্রচার নিয়ে নানা অভিযোগ। টুর্নামেন্টটির আটটি আসর পেরিয়ে গেলেও চোখে পড়েনি বিপিএলের উন্নতির ছাপ।
সুজন বলেন, 'আইপিএলের পর আমরা ছিলাম। কিন্তু সবাই হয়তো ছাড়িয়ে গেছে। অনেকেই হয়তো ভালো করছে। এটাও সত্য কথা যে, আমাদের ফ্রাঞ্চাইজি যারা আসছে এটা ওপেন (বিদেশী) করার পরও ড্রাফট থেকে খুব ভালো খেলোয়াড় আমরা পাইনি।'
এদিকে বিপিএলের প্রতি ক্রিকেটারদের অনীহার কারণও ব্যাখা করেছেন সুজন। তার মতে, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর বিশ্বজুড়ে দাপট থাকার ফলে ক্রিকেটাররা তাদের নজড় কাড়তেই সেইসব দল বা লিগকে বেছে নিচ্ছে। তিনি নিজে ক্রিকেটার হলেও একই কাজ করতেন বলে জানান সুজন।
তিনি বলেন, 'যেহেতু দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্ট করছে। যারা ওখানে খেলছে তারা কিন্তু আইপিএল বেইজ টিমই। তাদের মুখ্য ভূমিকা থাকে আইপিএল খেলার। খেলোয়াড়রা কিন্তু চায় ওইসব টুর্নামেন্ট খেলতে, যেন আইপিএলের নজর কাড়তে পারে। সারাবিশ্বে আইপিএলের ওপর কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট নেই। তাদের দলে খেলার জন্য ইচ্ছাতো থাকবেই। আমি খেলোয়াড় হলে আমারও থাকতো। আমি এখানে না থেকে ওখানে যেতাম। আমার মনে হয় আমরা ভারতের মার্কেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে পারছি না।'