দেশি ক্রিকেটাররাই ফলাফল এনে দেবে, বিশ্বাস মোসাদ্দেকের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মোসাদ্দেককে ‘সরি’ বলেছেন প্রধান নির্বাচক
৯ জুলাই ২৫
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মানসম্পন্ন দেশীয় ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটিতে আছেন আন্তর্জাতিক ক্রিকেট মাতানো অনেক তারকা ক্রিকেটারও। যদিও বিদেশি নয়, দেশিরাই পার্থক্য গড়ে দেবে বলে বিশ্বাস দলটির অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের।
এবারের বিপিএলে কুমিল্লা দলের দেশি ক্রিকেটাররা হলেন লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভির ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ আশিকুজ্জামান, জাকির আলী অনিক, সৈকত আলী, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোহাম্মদ শরিফুল্লাহ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মাহিদুল ইসলাম অঙ্কন।
এদের মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারই লম্বা সময় ধরে আন্তর্জাতিক অঙ্গনে খেলেছেন অথবা খেলছেন। বিদেশি ক্রিকেটারদের সবসময় পাওয়া যাবে না বলেই দেশিদের নিয়ে ম্যাচ পরিকল্পনার পক্ষে মোসাদ্দেক।

তিনি বলেন, 'এই বছর আমি মনে করি, লোকালদের (দেশীয় ক্রিকেটার) জন্য এইটা খুবই অনুপ্রেরণার যে লোকালদের সুযোগও অনেক বেশি। তাদের ওপর সব দলগুলোই নির্ভরশীল। এবং আমাদের দল লোকালদের ওপর নির্ভর করেই করেছে। তাই আমাদের লোকালদের ওপর প্রত্যাশা থাকবে বেশি। আমরা যত ভালো পারফর্ম করব, দল ততই ভালো রেজাল্ট করবে।'
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
এদিকে তিনবারের শিরোপাজয়ী কুমিল্লা দলে খেলবেন নামিদামি বিদেশি ক্রিকেটাররাও। এই দলে খেলবেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, খুশদিল শাহ ও আবরার আহমেদ।
এ ছাড়া মোহাম্মদ নবি, শন উইলিয়ামস ও চ্যাডউইক ওয়াল্টনও খেলবেন এই দলে। যদিও সব বিদেশি ক্রিকেটারকে একসঙ্গে পাচ্ছে না কুমিল্লা। আন্তর্জাতিক ও অন্যান্য ম্যাচগুলোর ব্যস্ত সূচির কারণে এই দলে বিদেশি ক্রিকেটাররা আসা যাওয়ার মধ্যেই থাকবেন।
দেশি ক্রিকেটারদের জন্য এটাকেই সুযোগ হিসেবে মানছেন মোসাদ্দেক, 'একটা সময়ে আমরা হয়তো অনেক নির্ভর ছিলাম, বিদেশিরা খেলতে হয়তো ম্যাচ জিতবে। ঐ সময়টাতে আমাদের জন্য পারফর্ম করা কঠিন হয়ে যেত। এই সময়টাতে প্রত্যেকটা দলের জন্য প্রতিটি বিদেশি প্লেয়ার কিন্তু আসা যাওয়ার মধ্যে থাকবে।'
'আপনি বলতে পারবেন না, একজন এসে ৭-৮ টা ম্যাচ খেলবে। খুবই রেয়ার যে, কয়েকজন আছে পুরো টুর্নামেন্ট খেলবে। বাকি যারা আছেন, সবাই কিন্তু আসা যাওয়ার মধ্যে থাকবে। এটা প্রত্যাশা করা খুবই কঠিন, বিদেশি খেলোয়াড় এসে দলের সাথে অ্যাডজাস্ট (মানিয়ে নেয়া) করা। দলকে সবসময় ভালো কিছু করে দেবে সেটা খুব কঠিন।'