লিটনের কণ্ঠে, 'করব, লড়ব, জিতব'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাইফউদ্দিনকে দলে নেয়ার ব্যাখ্যা দিলেন লিটন
৯ জুলাই ২৫
এবারই প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পাচ্ছেন লিটন দাস। আইপিএলকে সামনে রেখে দারুণভাবে রোমাঞ্চ কাজ করছে এই উইকেটরক্ষক ব্যাটারের।
এর আগের আসরগুলোতে আইপিএলের নিলামে কয়েকবার নাম দিলেও দল পাওয়া হয়নি লিটনের। এমনকি দুয়েকবার নিলামে তার নামও ওঠানো হয়নি। কিন্তু গত ২৩ ডিসেম্বরের নিলামে ভাগ্য খুলে লিটনের।

প্রথমবার তাকে কেউ না কিনলে দ্বিতীয়বার আবারও তাকে নিলামে তোলা হয়। সেবারও অবশ্য কেউ নেয়নি। কিন্তু তৃতীয়বারের সময় ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
কলকাতার ফেসবুক পেজে পোস্ট হওয়া ভিডিওতে লিটন বলেন, 'এটি আমার প্রথম আইপিএল। আমি তাই কেকেআর পরিবারের অংশ হতে দারুণ রোমাঞ্চিত।'
ইংরেজিতে এতোটুকু বলার পর বাংলায় লিটন বলেন, 'খুব শ্রীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। করব, লড়ব, জিতব…।'
লিটনের পাশাপাশি সাকিব আল হাসানকেও দলে ভিড়িয়েছে কলকাতা। ভিত্তিমূল্য দেড় লাখ রুপিতে তাকে দলে টেনেছে তারা। এ নিয়ে তৃতীয়বারের মতো সাকিবকে নিলাম থেকে নিলো কলকাতা। এবারের আইপিএলে সাকিব-লিটন ছাড়াও খেলবেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের রিটেইন করা ক্রিকেটার তিনি।