লিটনকে কোহলি-স্মিথদের কাতারে না দেখে হতাশ অশ্বিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাইফউদ্দিনকে দলে নেয়ার ব্যাখ্যা দিলেন লিটন

৯ জুলাই ২৫
অনুশীলনে সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

ক্যারিয়ারের শুরু থেকেই লিটনের ব্যাটে ছিল অভিজাত্যের ছাপ। তবে কোনভাবেই যেন ধারাবাহিক হতে পারছিলেন না। কিন্তু চলতি বছর তিন ফরম্যাটের ক্রিকেটেই তার ব্যাটে রানের ফোয়ারা। দলের অন্যতম সেরা পারফর্মারও এই উইকেটকিপার ব্যাটার। তবুও যেন তার ব্যাটে মন ভরছে না রবিচন্দ্রন অশ্বিনের। ভারতের এই অভিজ্ঞ অলরাউন্ডার লিটনকে দেখতে চেয়েছিলেন বিরাট কোহলি-স্টিভেন স্মিথদের কাতারে।


ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন লিটন দাস। অভিষেকেই ৪৪ রানের ইনিংস খেলেছিলেন এই উইকেটকিপার ব্যাটার। এই ইনিংসটাকে বড় কোনো অর্জন হিসেবে দেখার হয়তো সুযোগ নেই। তবে এই ইনিংসে তার যে ৮টি চার এবং একটি ছক্কার মার ছিল। তা ছিল চোখ জুড়ানো।


promotional_ad

সাদা পোশাকের ক্রিকেটে এমন রঙিন অভিষেকের পর সাদা বলের ক্রিকেটেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দ্রুতই। ওয়ানডেতে নিজের অভিষেক সেঞ্চুরি পেয়েছিলেন ভারতের বিপক্ষে, সেটাও আবার এশিয়া কাপের ফাইনালে। আর সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার করা দুর্দান্ত হাফ সেঞ্চুরিটিও ছিল মনে রাখার মতো।


আরো পড়ুন

ভারত না এলেও এসিসি সভা ঢাকাতেই

১০ ঘন্টা আগে
এসিসি সভায় জয় শাহ ও অন্যরা

শুধুই ভারত নয়, ক্যারিয়ারজুড়েই বিশ্বমানের সব বোলিং লাইনআপের বিপক্ষেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন লিটন। বড় টুর্নামেন্টগুলোতেও কথা বলেছে তার ব্যাট। তাই বাংলাদেশি এই ব্যাটারকে কোহলি-রুটদের মানের বিবেচনা করেন অশ্বিন।


ডানহাতি এই ব্যাটারকে তার ব্যাটিং প্রসঙ্গে ভারতের এই অভিজ্ঞ স্পিনার সরাসরি বলেছিলেন, 'অভিষেক ম্যাচে আমি তোমার খেলার ধরণ দেখেছিলাম (২০১৫ সালে)। ভেবেছিলাম বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তুমি পথপ্রদর্শক হবে। কিন্তু আমি খানিকটা হতাশ হয়েছি। আমি ভেবেছিলাম তুমি স্টিভ স্মিথ, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন এবং জো রুটের পর্যায়ে পৌঁছাবে।'


বাংলাদেশ ঘরের মাঠে যে কয়টা ম্যাচ খেলে তার বেশিরভাগই হয় মিরপুরে। আর বাংলাদেশের হোম অব ক্রিকেটের উইকেটে রান করতে ব্যাটারদের লড়াই করতে হয়। যে কারণে বাংলাদেশের ক্রিকেটাররা সেভাবে আলোচনায় আসে না বলে জানান লিটন। অশ্বিনকে এমনটা জানিয়েছেন এই ব্যাটার।


অশ্বিনের এমন প্রশংসার প্রতিউত্তরে লিটন বলেছিলেন, 'এটা আমিও মানি। কিন্তু আমাদের এখানের সংস্কৃতি আলাদা। আমরা এখানে (মিরপুর) খেলার কারণে সেভাবে আলোচনায় আসি না। তাই আমরা যখন ভিন্ন পিচে খেলি তখন আমাদের মানিয়ে নিতে সময় লাগে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball