টেস্ট র‌্যাঙ্কিংয়ে কোহলিকে পেছনে ফেললেন লিটন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাইফউদ্দিনকে দলে নেয়ার ব্যাখ্যা দিলেন লিটন

৯ জুলাই ২৫
অনুশীলনে সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

পুরো বছর সেরা ছন্দে থাকলেও ভারতের বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি লিটন দাস। তবে ঢাকা টেস্টে দারুণ এক হাফ সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ডানহাতি এই ব্যাটার। দ্বিতীয়বারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১২ নম্বরে জায়গা করে নিয়েছেন লিটন।


এর আগেও টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১২ নম্বরে উঠেছিলেন ডানহাতি এই ব্যাটার। চলতি বছরের মার্চে ৬৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৫ রানের ইনিংস খেলেছিলেন লিটন। তবে দ্বিতীয় ইনিংসে খেলেন ৭৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। 


promotional_ad

এমন পারফরম্যান্সের পর দুইধাপ এগিয়ে ১৪ নম্বর থেকে ১২তে উঠেছেন লিটন। তাতে বিরাট কোহলির মতো ক্রিকেটারকে পেছনে ফেলেছেন তিনি। দুই ধাপ পিছিয়ে ১৪ নম্বরে রয়েছেন কোহলি। প্রথম ইনিংসে ৮৪ রান করা মুমিনুল হক ৫ ধাপ এগিয়ে ৬৮ নম্বরে জায়গা করে নিয়েছেন।


আরো পড়ুন

ভারত না এলেও এসিসি সভা ঢাকাতেই

১০ ঘন্টা আগে
এসিসি সভায় জয় শাহ ও অন্যরা

হাফ সেঞ্চুরি করা জাকির হাসান ৭ ধাপ এগিয়ে যৌথভাবে ৭০ নম্বরে আছেন। নুরুল হাসান সোহান ৫ ধাপ এগিয়ে ৯৩ নম্বরে উঠে এসেছেন। বোলারদের মাঝে দুই ধাপ করে এগিয়েছেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ভারতের বিপক্ষে ৬ উইকেট নিয়েছেন মিরাজ। 


ফলে দুই ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন ডানহাতি এই অফ স্পিনার। এদিকে প্রথম ইনিংসে চার উইকেট নেয়া তাইজুল উঠে এসেছেন ২৮ নম্বরে। এ ছাড়া পুরো ম্যাচে ৬ উইকেট নেয়া সাকিব আল হাসান এক ধাপ এগিয়ে ৩২ নম্বরে জায়গা করে নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball