ক্যারির সেঞ্চুরিতে বক্সিং ডে টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না জনসন-হ্যাজেলউডের

১৪ ঘন্টা আগে
স্পেন্সার জনসন ও জশ হ্যাজেলউড

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনও নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া। সাউথ আফ্রিকার করা ১৮৯ রানের জবাবে আট উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করেছে তারা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এক উইকেটে ১৫ রান করেছে প্রোটিয়ারা। এখনো ৩৭১ রানে পিছিয়ে আছে সফরকারিরা।


তিন উইকেটে ৩৮৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে অজিরা। দিনের শুরুতে হাফ সেঞ্চুরি করে বিদায় নেন ট্রাভিস হেড। ৫১ রান করে অ্যানরিখ নরকিয়ার বলে বোল্ড হন তিনি। আগের দিন ডাবল সেঞ্চুরি উদযাপন করতে গিয়ে আহত হয়ে মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নার।


promotional_ad

এ দিন আবারও মাঠে নামেন তিনি। কিন্তু কোনও রান করার আগেই নরকিয়ার বলে বোল্ড হয়ে ফিরে যেতে হয় তাকে। দলীয় ৪৪০ রানের মধ্যে প্যাট কামিন্স ও নাথান লায়নের উইকেটও হারায় অজিরা।


আরো পড়ুন

সাউথ আফ্রিকা সিরিজ বাদ দিয়ে অ্যাশেজের প্রস্তুতি নেবেন কামিন্স

১৭ ঘন্টা আগে
ফাইল ছবি

তারপর অ্যালেক্স ক্যারির সঙ্গে যোগ দেন আগের দিন আহত হওয়া আরেক ব্যাটার ক্যামেরন গ্রিন। গতকাল নরকিয়ার ১৪৪ কি.মি. গতির বল খেলতে গিয়ে ডান হাতের তর্জনী আঙুলে চোট পান তিনি। ফলে ২০ বলে ৬ রান করে মাঠ ছাড়তে হয় তাকে।


এ দিন মাঠে নেমে ক্যারির সঙ্গে দলের রান বাড়াতে থাকেন। দারুণ এক সেঞ্চুরি তুলে নেন ক্যারি। ১৪৯ বলে ১১১ রান তুলে মার্কো ইয়ানসেনের বলে কট এন্ড বোল্ড হন তিনি। গ্রিন অপরাজিত থাকেন ১৭৭ বলে ৫১ রান তুলে।


আট উইকেটে ৫৭৫ রান তোলার পর ইনিংস ঘোষণা দেয় অজিরা। প্রোটিয়াদের হয়ে নরকিয়া তিনটি ও কাগিসো রাবাদা দুটি উইকেট নেন। বিশাল রানে পিছিয়ে থাকার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে একটুও সস্তিতে নেই সাউথ আফ্রিকা।


কামিন্সের বলে পরাস্ত হয়েছেন দলটির অধিনায়ক ডিন এলগার (০)। এরপর বৃষ্টির কারণে লম্বা সময় ধরে খেলা বন্ধ থাকলে আম্পায়াররা আজকের দিনের খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেন। সারেল এর‍উয়ে (৭) ও থিউনিস ডি ব্রুইন (৬) চতুর্থ দিনের খেলা শুরু করবেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball