ফারুকির সঙ্গে চুক্তি বাতিল করল সিডনি থান্ডার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হোবার্ট হারিকেন্সের হয়েই জিএসএলে খেলতে চান রিশাদ
১৮ এপ্রিল ২৫
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) দল সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি হয়েছিল ফজল হক ফারুকির। কিন্তু শৃঙ্খলা ও আচরণজনিত কারণে এই আফগান পেসারের সঙ্গে চুক্তি বাতিল করল সিডনি থান্ডার।
এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে সিডনি থান্ডার ফ্র্যাঞ্চাইজি। শুধু চুক্তিই বাতিল করেনি থান্ডার; গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ফারুকির ওপর আনিত অভিযোগ তদন্তের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দ্বারস্থও হয়েছে তারা।

ফারুকির ওপর আনিত অভিযোগের তদন্ত করবে সিএ'র ইন্ট্রিগিটি ইউনিট। আচরণজনিত এই অভিযোগ যারা করেছেন এবং পুরো বিষয়টায় যারাই জড়িত, সবাইকেই সিএ'র তদন্তে সাহায্য করার নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে তাদের প্রয়োজনীয় সমর্থন দিতে মুখিয়ে আছে সিএ।
একটি বিবৃতিতে বলা হয়েছে, 'ফজল হক ফারুকির আচরণ আমাদের নীতিমালা ভঙ্গ করেছে। আর তাই তার সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমন ঘটনায় যে ক্ষতি হয়েছে সেটা তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। আর এই ঘটনায় প্রভাবিত হওয়াদের প্রয়োজনীয় সমর্থন দিতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।'
দ্রুতই এই ব্যাপারে তদন্ত শুরু করবে সিএ'র ইন্ট্রিগিটি ইউনিট। এদিকে ফারুকির বদলি হিসেবে অন্য খেলোয়াড় নিতে পারবে সিডনি। যদিও বদলি ক্রিকেটার কে হবেন সেই ব্যাপারে এখনও জানায়নি থান্ডাররা।
সেই ঘটনা ঘটার আগ পর্যন্ত সিডনি থান্ডারের হয়ে একটি ম্যাচ খেলেন ফারুকি। সেই ম্যাচে ব্যাট হাতে গোল্ডেন ডাক মারলেও বল হাতে ২০ রান খরচায় দুই উইকেট নেন ফারুকি।